X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

হল দখল নিয়ে বেরোবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

রংপুর প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ০৯:১৩আপডেট : ২০ জুলাই ২০১৭, ০৯:৩৬

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় ব্যাপক ভাঙচুর চালানো হয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) হলের সিট দখল করাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক নোবেল শেখসহ ১০ ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুষার কিবরিয়ার নিয়ন্ত্রিত শহীদ মুখতার ইলাহি হলে সাধারণ সম্পাদক নোবেল শেখের সমর্থকরা এক ছাত্রলীগ কর্মীকে জোড় করে হলে উঠিয়ে দিতে যায়। এতে সভাপতি তুষার কিবরিয়ার সমর্থকরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। রাত সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত চলা সংঘর্ষে দফায় দফায় শহীদ মুখতার এলাহী ছাত্রবাসে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই হলের অর্ধশতাধিক কক্ষের জানালা ও দরজাসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। সংঘর্ষে ১০ জন আহত হয়। পরে পুলিশের সহায়তায় রাত সোয়া ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের ছবি তুলতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। সংঘর্ষের প্রায় এক ঘণ্টা পর দুই হলের দুজন সহকারী প্রভোস্ট ঘটনাস্থলে আসেন।

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় ব্যাপক ভাঙচুর চালানো হয় শহীদ মুখতার এলাহি হলের সহকারী প্রভোস্ট জিন্নাতুল বাসার জানান, এখানে ছাত্রলীগের মধ্যে কোনও সংঘর্ষ হয়নি। এটা বহিরাগতরা হামলা চালিয়েছে বলে দাবি তার। তিনি আরও দাবি করেন, সংঘর্ষ থামাতে গিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ আহত হয়েছে।

তবে বহিরাগতরা মূল ফটক পার হয়ে কিভাবে হলে ঢুকে আক্রমণ করলো পুলিশের এমন প্রশ্নে কোনও জবাব দিতে পারেনি হল কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু হলের সহকারী প্রভোস্ট আপেল মাহমুদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে।

এ ব্যাপারে কোতয়ালি থানার ওসি জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাসময়ে খবর না দেওয়ায় তারা ক্যাম্পাসে আসতে পারেননি।

সার্বিক বিষয় জানতে রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইমরান ও সম্পাদক নোবেলের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এদিকে সংঘর্ষ চলাকালে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, প্রায় দুইশ ছাত্রলীগ নেতাকর্মী ছোড়া, রাম দা লোহার রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে শহীদ মুখতার এলাহী হলে দফায় দফায় হামলা চালিয়ে হলের প্রথম তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত অর্ধ শতাধিক কক্ষের জানালা দরজা ও আসবাবপত্র ভাঙচুর করেছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?