X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘মাও মোক সাপটে ধরছে, সউগ কষ্ট ভুলি গেইছং’

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
২১ আগস্ট ২০১৭, ০১:৪২আপডেট : ২১ আগস্ট ২০১৭, ০১:৪৭

ত্রাণ বিতরণের সময় সুরতভানকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরছং (ধরেছি) ছালাম দিছং (দিয়েছি), কান্দিয়া কইছং (কেঁদে বলেছি)- বানত (বন্যায়) মোর ঘর-দুয়ার সউগ (সব) ভাসি গেইছে। প্রধানমন্ত্রী মোক(আমাকে) সাপটে ধরছে (জড়িয়ে ধরেছে), কইছে (বলেছেন), ‘মা তার ব্যবস্থা করবার নাগছি (মা সেগুলোর ব্যবস্থা করছি)।’

রবিবার (২০ আগস্ট) কুড়িগ্রামের রাজারহাটের পাঙ্গারাণী লক্ষীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে প্রথম ত্রাণ পাওয়া সুরতভান বেগম এ কথাগুলো বলেছেন। ত্রাণ নেওয়ার সময় প্রধানমন্ত্রী প্রায় মিনিট খানেক তাকে জড়িয়ে থাকেন। এসময় প্রধানমন্ত্রী তার অভাব-অভিযোগের কথা শোনেন।

সুরতভান বেগম জানান, ত্রাণ পেয়ে তিনি অনেক খুশি। বন্যায় বাড়িঘরের ক্ষতি হলেও প্রধানমন্ত্রীর সান্নিধ্য পেয়ে সব কষ্ট ভুলে গেছেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনে ত্রাণ নিতে আসা নারী-পুরুষরা সবাই অত্যন্ত খুশি।

ছিনাই ইউনিয়নের চতুর্ভূজ গ্রাম থেকে ত্রাণ নিতে আসা রেণু বালা জানান,‘না চাইতে ত্রাণ পাইলং (পেলাম), আর কী চাই!’

একই কথা জানান, ত্রাণ নিতে আসা ফুলো রাণী, নুরজাহান ও সুলেখাসহ রাজারহাটের ত্রাণ নেওয়া অনেক নারী-পুরুষ। প্রধানমন্ত্রীর কাছ থেকে ত্রাণ পাওয়া সুরতভান

এর আগে বন্যাদুর্গত মানুষদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘এই দুর্যোগ মোকাবিলায় যা যা করণীয় আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা বিজয়ের জাতি, আমরা বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করবো।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমার রাজনীতি।’ পরে বন্যাদুর্গতদের হাতে ত্রাণ তুলে দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, এ নিয়ে গত তিন বছরে পরপর তিনবার কুড়িগ্রাম সফর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত বছর ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কুড়িগ্রামের চিলমারী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করেছিলেন। তারও আগে ২০১৫ সালের ১৫ অক্টোবর ছিটমহলে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ও কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কুড়িগ্রাম সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত