X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে ফিরেছেন বীরপ্রতীক তারামন বিবি

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ১৬:৩৭আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৬:৩৭

তারামন বিবি (অসুস্থ হওয়ার সময়ের ছবি) মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি শারীরিকভাবে অনেকটা সুস্থ হওয়ায় চিকিৎসা শেষে ঢাকা থেকে নিজ বাড়ি কুড়িগ্রামের রাজিবপুরে ফিরেছেন। তারামন বিবির ছেলে মো. আবু তাহের বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার (২১ আগস্ট) রাতে জেলার রাজিবপুর উপজেলার কাচারিপাড়ার নিজ বাসভবনে পৌঁছান তার মা।

তারামন বিবির পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট আর কাশিতে ভুগছিলেন তারামন বিবি। অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি নিজে নিজে হাঁটাচলাও করতে পারছিলেন না।  শ্বাসকষ্ট ও হৃদপিণ্ডে সমস্যার কারণে গত ৪ আগস্ট তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে অবস্থার তেমন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরের দিন ৫ আগস্ট তারামন বিবিকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়। এর পর থেকে তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

মায়ের চিকিৎসায় সন্তুষ্টি প্রকাশ করে তারামন বিবির ছেলে মো. আবু তাহের জানান, 'সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। এখন আমার মা অনেকটা ভালো আছেন। তিনি একটু একটু হাঁটাচলাও করতে পারছেন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় মা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।'

উল্লেখ্য, বীরপ্রতীক তারামন বিবির প্রকৃত নাম তারামন বেগম। তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ায়। কুড়িগ্রামের শংকর মাধবপুরে ১১ নং সেক্টরে কমান্ডার আবু তাহেরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে ১৯৭৩ সালে তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে বাংলাদেশ সরকার। ১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর তার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় এই সম্মাননা। সরকার তাকে কুড়িগ্রামে জমিসহ একটি বাড়ি তৈরি করে দিলেও তারামন বিবি নিজের গ্রামের বাড়িতেই বেশিরভাগ সময় থাকেন।

আরও পড়ুন- হাট ইজারার ১ শতাংশ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যয়ের সুপারিশ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী