X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঠাকুরপাড়ায় তাণ্ডবের ঘটনায় জামায়াত নেতাসহ ৫ আসামির রিমান্ড মঞ্জুর

রংপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ১৯:৪৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৯:৫২

ধ্বংসস্তূপ ফেসবুকে স্ট্যাটাসকে দেওয়াকে কেন্দ্র করে রংপুরের পাগলাপীর ঠাকুরবাড়ির হিন্দু পাড়ায় তাণ্ডবের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জামায়াত নেতা সিরাজুল ইসলাম জিল্লুর রহমানসহ পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকালে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এ আদেশ দেন।

জামায়াত নেতা সিরাজুল ও আমিনুর রহমানকে চার দিন এবং আসামি রাশেদুল ইসলাম ও আলিম উদ্দিনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই ফেরদৌস আলী বাংলা ট্রিবিউনকে জানান, তাণ্ডবের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ওই পাঁচ আসামিকে ঘটনার পরেই গ্রেফতার করা হয়। তদন্তকালে এই পাঁচ জন তাণ্ডবের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে নিশ্চিত হওয়ার পর আরও কারা কারা জড়িত তা নিশ্চিত হওয়ার জন্য আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক সিরাজুল ও আমিনুরকে চার দিন এবং রাশেদুল ও আলিমকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে এ ঘটনা তদন্তের জন্য জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি আবারও তদন্ত সম্পন্ন করার জন্য ৭ দিন সময় বৃদ্ধির আবেদন করেছে। তদন্ত কমিটির সদস্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ঘটনার পরপরই সাত দিনের সময় দিয়ে এডিএম আবু রাফা মোহাম্মদ রাকিবকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন দেওয়ার শেষ দিন ছিল রবিবার। কিন্তু তদন্ত শেষ করতে না পারায় আবারও সাত দিন সময় বৃদ্ধি করার আবেদন জানানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!