X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আগুন পোহাতে গিয়ে ২৪ ঘণ্টায় আরও চার নারীর মৃত্যু, অর্থাভাবে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা

রংপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৩৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৩৪

রমেক হাসপাতালের বার্ন ইউনিট

রংপুরে এখনো হাঁড় কাপানো শীত ও শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। গত দুদিন ধরে তাপ মাত্রা কিছুটা বাড়লেও শীতের তীব্রতা এখনো কমেনি। শীত বস্ত্রের অভাবে হতদরিদ্র পরিবারগুলো খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে দুর্ঘটনার শিকার হচ্ছে। গত ২৪ ঘণ্টায় অগ্নিদগ্ধ আরও চার নারী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই নিয়ে জানুয়ারি মাসে অগ্নিদগ্ধ হয়ে মৃতের সংখ্যা দাঁড়িছে ১৭ জনে। এছাড়া গুরুতর আহত ৫৬ জন এখনো চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে পাঁচ জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন রমেকের বার্ন ইউনিটের রেজিস্ট্রার ডা.আজমল হোসেন।

২৪ ঘণ্টায় নিহত চার নারী হলেন, রংপুরের তারাগজ্ঞ উপজেলার মুন্নী বেগম, মিঠছাপুকুরের শাহিনুর বেগম, কুড়িগ্রামের নুরেজা বেগম ও দিনাজপুরের সালমা বেগম।

রমেকের বার্ন ইউনিটের রেজিস্ট্রার ডা.আজমল হোসেন বলেন, ‘বেশির ভাগ রোগীর শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুরোপুরি ঝলসে গেছে। তাছাড়া অগ্নিদগ্ধদের বেশির ভাগই গরীব ও সহায় সম্বলহীন হওয়ায় প্রয়োজনীয় ওষুধের অভাবে তাদের চিকিৎসা হচ্ছে না। কারণ তাদের পক্ষে প্রয়োজনীয় ওষুধ কেনা সম্ভব হচ্ছে না। অন্যদিকে হাসপাতালেও বেশির ভাগ ওষুধের সরবরাহ না থাকায় রোগীদের দেওয়া যাচ্ছে না। তাই তারা অনেকটা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন।’ এ কারণে তিনি সরকার, জেলা প্রশাসন ও এনজিওসহ সমাজের  বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও জানান, শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে  অগ্নিদগ্ধ হওবার ঘটনা তিনি এর আগে কখনো দেখেননি। চলতি জানুয়ারি মাসেই আগুন পোহাতে গিয়ে  অগ্নিদগ্ধ হয়ে এ পর্যন্ত ১০৬ জন বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে মারা গেছেন ১৭ জন। দরিদ্র পরিবারগুলোই অগ্নিদগ্ধের শিকার হচ্ছে। এ কারণে আগুন পোহানোর সময় সাবধানতা অবলম্বন করার জন্য সচেতনতা সৃষ্টি করা জরুরি হয়ে পড়েছে। এ জন্য গণমাধ্যমের সহায়তা নেওয়া উচিত।  

আরও পড়ুন: দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন সুমন?


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!