X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

এজলাসের ভেতর নারী আইনজীবীকে মারধর, দুই নারী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৮

এজলাসের ভেতর নারী আইনজীবীকে মারধর, দুই নারী গ্রেফতার  

রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের এজালাসের ভেতরে এক নারী আইনজীবীকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুই নারী। পুলিশ তাদের দুই জনকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ্দ করেছে। এ ঘটনায় নারী আইনজীবীরা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এক আইনজীবী জানান, বৃহস্পতিবার বিচারক জাবিদ হোসেনের আদালতে নগরীর গুড়াতি পাড়া এলাকার ইসমত আরা মৌরি নামে এক নারীর যৌতুক ও নারী নির্যাতনের একটি মামলা ছিল। মৌরি তার স্বামী ওবায়দুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলাটি দায়ের করেছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মামলার শুনানি শেষে আসামি ওবায়দুল হক আদালতের কাঠগড়া থেকে নামার সঙ্গে সঙ্গে মামলার বাদী ইসমত আরা মৌরী আকস্মিকভাবে তার ওপর চড়াও হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী শামসিয়া আখতার তাকে বাধা দেয়। এসময় বাদী মৌরী ও তার ছোট বোন রিয়া ইসলাম ওই নারী আইনজীবীর ওপর চড়াও হয়। তারা আইনজীবীকে  লাথি-ঘুষি মেরে, চুল টেনে ও মুখ খামচে রক্তাক্ত করে ফেলে। এ সময় সেখানে উপস্থিত আইনজীবীরা এগিয়ে এসে ওই নারী আইনজীবীকে উদ্ধার করে। এ সময় হামলাকারী দুই নারীকে আদালতে দায়িত্বপালনকারী পুলিশ আটক করে কোট হাজতে নিয়ে যায়। পরে তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে আদালতের এজালাসে এ হামলার ঘটনায় আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত দুই নারীর শাস্তি দাবি করেছেন।

এ ব্যাপারে আহত নারী আইনজীবী শামসিয়া আখতার জানান, তিনি সিনিয়র অ্যাডভোকেট আফতাব হোসেন সঙ্গে মামলা পরিচালনা করে বের হওয়ার সময় ওই দুই নারী তাকে হামলা করে।এসময় তিনি গুরুতর আহত হন। তিনি তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘এ ঘটনায় আইনজীবী সমিতি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আহত আইনজীবী শামসিয়া আখতার নিজেই বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে কোতোয়ালি থানায় যোগাযোগ করা হলে ওসি (তদন্ত) আব্দুল আজিজ জানান, নারী আইনজীবীর ওপর হামলাকারী দুই নারীকে আসামি করে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই মাদক ব্যবসায়ীর এক বছরের সশ্রম কারাদণ্ড


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
পরপর দুবার কমলো এলপিজির দাম
পরপর দুবার কমলো এলপিজির দাম
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে