X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

হিলিতে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৫

বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতের ১৯ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় বিজিবির আমন্ত্রণে বিএসএফের প্রতিনিধি দলটি হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন শূন্যরেখায় এসে পৌঁছালে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল আনিছুর রহমান ও বিএসএফের রায়গঞ্জ সেক্টর কমান্ডার টিজে সিমথি দুই বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে তারা সীমান্ত পেরিয়ে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে দুই বাহিনীর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকে যোগদান করেন। এ সময় ক্যাম্পে বিএসএফের প্রতিনিধি দলকে বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

হিলিতে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত বৈঠকে ভারতের রায়গঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজ টিজি সিমথির নেতৃত্বে পতিরাম -১৮৩ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক টিএনএস রেড্ডি, ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিএসনেগি, ২৮-বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক এস কে মিশরা, ৪১-বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ভিপিএস ইয়াদবসহ ১৯ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল আনিছুর রহমানের নেতৃত্বে, বিজিবি দিনাজপুর-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মাহবুব মোরশেদ, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এস এম রেজাউর রহমানসহ ১৯ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। পরে দুপুর আড়াইটায় একই পথ দিয়ে প্রতিনিধি দলটি ভারতে ফিরে যান।

হিলিতে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল আনিছুর রহমান বলেন, দুই দেশের সীমান্ত রক্ষি বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে, যা আমরা রক্ষা করে চলি। দুই বাহিনীর মধ্যে বিরাজমান এ সম্পর্ক আরও উন্নয়নের জন্য এ ধরনের বৈঠকের আয়োজন। এছাড়াও বৈঠকে সীমান্ত দিয়ে চোরাচালান, নারী-শিশু, মাদক পাচারসহ সীমান্তের নানা ধরনের অপরাধ দমনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি