X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য খাতে এত উন্নয়ন অন্য সরকারের সময় হয়নি: দীপু মনি

দিনাজপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ১০:০৪আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১০:১৩

সন্ধানীর ৩৭তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন দীপু মনি শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালে দেশের স্বাস্থ্য খাতে যে উন্নয়ন হয়েছে, তা আগে কখনও হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমাদের সরকারের মেয়াদে সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে এত উন্নয়ন আর কোনও সরকার করেনি।’
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজে রক্তদান কর্মসূচি নিয়ে কাজ করা সংগঠন সন্ধানীর ৩৭তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দীপু মনি।
অনুষ্ঠানে চিকিৎসকদের কর্তব্য স্মরণ করিয়ে দিয়ে দীপু মনি বলেন, ‘চিকিৎসা পেশা মহান পেশা। আজীবন এই পেশার মানুষদেরকে সেবা করে যেতে হয়। চিকিৎসকদের তাদের সেবামূলক দায়িত্ব থেকে সরে যাওয়ার কোনও উপায়ও নেই।’
সন্ধানীর কার্যক্রম বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সন্ধানী তার জন্মলগ্ন থেকে গরীব ও অসহায় রোগীদেরকে সেবা দিয়ে আসছে। দেশে ২২টি ইউনিট তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। রক্তদান ছাড়াও চক্ষুদানও করে থাকে সন্ধানী। এই সংগঠনটির দেখাদেখি এখন অনেক সংগঠন গড়ে উঠেছে। এতে করে সেবার যে কার্যক্রম তা আরও প্রসারিত হয়েছে।’
এর আগে, জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। পরে একটি র্যা লি কলেজের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. কান্তা রায় রিমি প্রমুখ।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?