X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘হিলি মানেই মাদক-চোরাচালান, এই রেওয়াজ বদলে দিতে চাই’

হিলি প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ০৬:৩৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০৬:৫২

বক্তব্য দিচ্ছেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুর রাফিউল আলম হিলি মানেই মাদক-চোরাচালান, এই রেওয়াজ বদলে দিতে চান দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুর রাফিউল আলম। তিনি বলেন, ‘আমরা যারা হিলিতে চাকরির সুবাদে আসি, বা আপনারা যারা হিলিতে বসবাস করেন। দেশের বিভিন্ন স্থানে ইউএনও বা অন্য পদের কর্মকর্তারা বা সাধারণ মানুষ, হিলির পরিচয় দিলে সবাই একপ্রকার ধরেই নেন হিলি মানেই মাদক; হিলি মানেই চোরাচালান। তাই আমি এই রেওয়াজকে বদলে দিতে চাই। আমি হাকিমপুর (হিলি) উপজেলাকে একটি মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়তে চাই। সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা চাই।’

সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক পরিচিতি ও মতবিনিয়ম সভায় হাকিমপুরের নবাগত ইউএনও আব্দুর রাফিউল আলম এসব কথা বলেন। হাকিমপুর উপজেলা প্রশাসন এই আয়োজন করে। এতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।

ইউএনও আব্দুর রাফিউল আলম বলেন, ‘আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি। তারা যদি সবাই শপথ করি। আমরা যে হাকিমপুর পেয়েছি মাদকের গন্ধযুক্ত, চোরাচালানের গন্ধযুক্ত। যে হাকিমপুর উপজেলা আমরা পেয়েছি, সেখান থেকে সম্পূর্ণ নতুন উন্নতমানের হাকিমপুর উপজেলা উপহার দিয়ে যাবো এই অনুপ্রেরণাই আমাদের জন্য যথেষ্ট। আমি আশা করি, আপনারা আমার সঙ্গে একমত হয়ে সুন্দর হাকিমপুর গড়তে সবাই সহযোগিতা করবেন।’ 

ইউএনওকে ফুল দিয়ে বরণ ইউএনও আব্দুর রাফিউল আলম বলেন, ‘আমি এখানে এসেছি মানুষের জন্য কাজ করতে। আমাদের বেতন হয় জনগণের টাকায়। আমরা জনগণের সেবক। আমরা জনগণের চাকর। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আর আমরা কর্মচারী হিসেবে যারা আমাদের মালিক, যারা এই দেশের প্রান্তিক জনগণ; তাদের সেবার জন্য ২৪ ঘণ্টা সজাগ থাকবো।’

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান আকতারা চৌধূরী, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, ওসি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান, আলিহাট ইউপি চেয়ারম্যান গোলাম রসুল বাবু উপস্থিত ছিলেন। এর আগে হিলি স্থলবন্দর, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী