X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ডিবি পরিচয়ে প্রতিবন্ধী বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ

হিলি প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ০১:৫৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:৫১

ডিবি পরিচয়ে প্রতিবন্ধী বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ দিনাজপুরের হিলিতে নজরুল ইসলাম (৫৫) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হিলি সীমান্তের নওপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা ডিবি পুলিশের পরিচয় দিয়েছিল।
নিহত নজরুল ইসলাম ওই এলাকার মৃত ফারাজ তুল্লাহর ছেলে। তার স্ত্রী রহিমা খাতুন ও মেয়ের ভাষ্য, ‘বুধবার বিকেল সাড়ে ৪চারটার দিকে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে আমাদের বাড়িতে আসে। ঘরের ভেতরে আমার স্বামীকে ফেনসিডিল দিতে। তখন নজরুল বলেন, তিনি পঙ্গু মানুষ কোথা থেকে ফেনসিডিল আনবেন। তিনি আরও বলেন, মাদকের ব্যবসা তিনি করেন না। এ নিয়ে পুলিশের সঙ্গে আমার স্বামীর কথা কাটাকাটিও হয়। তারা টাকা ফেরত চেয়ে তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করলে আমি বাড়ির বাইরে চলে আসি। পরে তারা আমার স্বামীকে গলাটিপে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়।’
স্থানীয় এলাকাবাসী এনামুল হক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন: বিকেলে প্রশাসনের রেইড দেওয়ার কথা শুনে আমি সেই বাড়িতে যান। সেখানে গিয়ে কয়েকজন ব্যক্তিকে নজরুল ইসলামের রুমের ভেতর দেখতে  পাই। এসময় তারা আমাকে দেখে বলে, ওই ব্যক্তির কাছে তারা সাড়ে ১৬ হাজার টাকা পাবে। সেই টাকা তাদের দিয়ে দিতে বলতে আমাকে ওনার ঘরের ভেতরে পাঠান। এসময় ঘরে গিয়ে দেখি নজরুল ইসলাম মুখ হা করে পড়ে আছেন। আমি তার নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখি, কোন শ্বাস-প্রশ্বাস চলছে না। সে মারা গেছে বললে, তারা কয়েকজন ‘মারা যায়নি, এমনি অজ্ঞান হয়েছে’ বলে। পড়ে তারা সবাই বাড়ি থেকে পালিয়ে যায়।
হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেছেন, ‘এলাকাবাসীর নিকট থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে এটি হত্যা, না মৃত্যু।’

ঘটনাস্থল থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার মামলা দায়ের না করলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানিয়েছেন তিনি।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মে দিবসে শ্রমিক জোটের সমাবেশ ও লাল পতাকা মিছিল
মে দিবসে শ্রমিক জোটের সমাবেশ ও লাল পতাকা মিছিল
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
মে দিবসে সিপিবি’র সমাবেশ
মে দিবসে সিপিবি’র সমাবেশ
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’