X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

হিলিতে পেঁয়াজের কেজি ৬ টাকা

হিলি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ১৫:৫১আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৬:০৩

আমদানি করা পেঁয়াজ দেশীয় জাতের পেঁয়াজ ওঠায় বাজারে পেঁয়াজের ব্যাপক সরবরাহ রয়েছে। ফলে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৬-৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে বিক্রি হতো ৮-১৩ টাকা কেজি দরে। দাম কমায় পেঁয়াজ আমদানি করে লোকসান গুনছেন আমদানিকারকরা।

সরেজমিন হিলি স্থলবন্দর ঘুরে জানা গেছে, বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে বন্দর দিয়ে একই হারে ৩৫-৪০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে।

বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, আমদানি করা পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ভারতীয় পেঁয়াজ ১০-১২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আমদানি করা পেঁয়াজ

পেঁয়াজ ব্যবসায়ী আইয়ুব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এতে করে দেশের বিভিন্ন স্থানে যেখানে আগে আমদানি করা পেঁয়াজ সরবরাহ করা হতো সেসব স্থানে পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় সরবরাহ বন্ধ হয়ে গেছে। আগে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ত্রিশাল, ময়মনসিংহ, ভালুকা এসব অঞ্চলে পেঁয়াজ পাঠানো হলেও ত্রিশাল, ময়মনসিংহ, ভালুকা অঞ্চলে পেঁয়াজ ওঠায় ওইসব এলাকায় ভারতীয় পেঁয়াজ যাচ্ছে না। বর্তমানে ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, চান্দিনায় পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে। ফলে আমদানি করা পেঁয়াজের বাজারে একেবারে ধ্বস নেমে গেছে। বর্তমানে হিলি স্থলবন্দরে কিছুটা নিম্ন মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪-৫ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক বাবলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বর্তমানে ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করার ফলে ভারতের বাজারে পেঁয়াজের ব্যাপক সরবরাহ রয়েছে যার ফলে দামও কিছুটা কম রয়েছে। কিন্তু এরপরেও ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানি করে আমাদের লোকশান গুনতে হচ্ছে। পেঁয়াজ রফতানি করে তারা লাভবান হচ্ছে। কিন্তু আমরা পেঁয়াজ আমদানি করে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ বিষয়ে আমাদের ব্যবসায়ীকদের প্রতি সরকারের কোনও ভূমিকা নেই ভারতের মতো আমাদেরকেও যদি ভর্তুকি দেওয়া হতো তাহলে আমরা লোকশানের হাত থেকে রক্ষা পেতাম।  

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী