X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ে অভিযুক্ত হাসপাতালে

দিনাজপুর প্রতিনিধি
১২ জুন ২০১৯, ১৮:২৯আপডেট : ১২ জুন ২০১৯, ১৮:৩১




পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ে অভিযুক্ত হাসপাতালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হরিশচন্দ্রপুর মুন্সিপাড়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। গণধোলাইয়ে গুরুতর আহত মোস্তাকিম ইসলামকে (৫০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) চিরিরবন্দর উপজেলার মুন্সিপাড়ায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তাকিম ইসলাম (৫০) চিরিরবন্দর উপজেলার দগরবাড়ী ইউনিয়নের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

ভিক্টিমের মা অভিযোগ করেন, ‘আমার মেয়ে এবং ছোট ছেলেসহ বাড়ির কিছুটা দূরে স্থানীয় মোখলেছুর রহমানের দোকানের পাশে খেলছিল। এমন সময় পাশের গ্রামের মোস্তাকিম নামে এক লোক এসে আমার মেয়েকে খুচরা পয়সা হাতে দিয়ে লোভ দেখিয়ে সেকেন্দার আলীর পাট ক্ষেতে নিয়ে যায়। পরে ধর্ষণের চেষ্টা করলে আমার মেয়ে চিৎকার করে। পরে অভিযুক্তকে আটক করে এলাকাবাসী মারধোর করে। পরে মেয়েকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’

ধর্ষণকারীর বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান শিশুটির মা।

ঘটনার পর চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী ও চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম হাসপাতালে শিশুটিকে দেখতে যান। এদিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোস্তাকিম ইসলামকেও চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাকে পুলিশি পাহারায় রাখা হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম বলেন, ‘আমি প্রাথমিকভাবে মৌখিক অভিযোগ পেয়েছি এবং হাসপাতালে শিশুটিকে দেখতেও গিয়েছিলাম। শিশুটির পরিবার এখনও লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলেই ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?