X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে ১৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ১৯:৪০আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৯:৪০

জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হচ্ছে মা ইলিশ নিধন বন্ধে চলমান অভিযানে কুড়িগ্রামে এ পর্যন্ত ১৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) কালীপদ রায় এ তথ্য জানিয়েছেন।

ডিএফও জানান, মা ইলিশ রক্ষায় চলমান অভিযানে নির্বাহী মেজিস্ট্রেটের নেতৃত্বে এ পর্যন্ত চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ ছাড়াও জেলার নদ-নদীতে মৎস্য বিভাগের নিয়মিত অভিযান ও নজরদারি চলছে।

ডিএফও আরও বলেন,‘কুড়িগ্রামের নদ-নদীতে ইলিশ খুব একটা পড়ছে না। তারপরও আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। নদী থেকে কারেন্ট জাল উদ্ধার হলেও সেসব জালে ইলিশ মিলছে না। আমরা উদ্ধার জাল পুড়িয়ে ফেলছি।’

জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফ’র চাল বণ্টন প্রসঙ্গে কালীপদ রায় বলেন,‘আমরা চার হাজার ৭৬১ ইলিশ জেলের জন্য ৯৫ দশমিক ২২ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। এখনও পর্যন্ত ৪৩ দশমিক ৮৬ মেট্রিক টন বণ্টন করা হয়েছে। বাকি চাল আগামী রবিবারের মধ্যে বণ্টন শেষ হবে।’

প্রসঙ্গত, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এ বছর ইলিশের প্রধান প্রজনন সময় ঘোষণা করা হয়েছে। এ সময় দেশের ইলিশ জোনভুক্ত জেলাগুলোতে ইলিশ শিকার, বিক্রি ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার। ২০১৭ সাল থেকে কুড়িগ্রাম জেলাকে ইলিশ জোনভুক্ত এলাকার অন্তর্ভুক্ত করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার মোট ৯টি উপজেলার মধ্যে ৬টি উপজেলাকে (কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী, চিলমারী,রৌমারী ও রাজীবপুর) ইলিশ জোনের আওতায় আনা হয়েছে। ইলিশ জোনভুক্ত ওই ছয় উপজেলার মোট ৭ হাজার ৯৩৫ তালিকাভুক্ত ইলিশ জেলে থাকলেও খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪ হাজার ৭৬১ জনকে। তারা ইলিশ আহরণ নিষিদ্ধ ২২ দিনের জন্য ২০ কেজি করে চাল পাবেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?