X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রংপুরে দেশবিরোধী প্রচারণার অভিযোগে আটক ৫

রংপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, ২০:০৬আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২০:২০

আটক পাঁচজন (মাঝে) দেশবিরোধী প্রচারণার অভিযোগে রংপুর নগরীর আলমনগর এলাকা থেকে একটি গোষ্ঠীর পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (২০ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় রংপুর নগরীর স্টেশন এলাকায় র‌্যাব-১৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্পের প্রধান কমান্ডার ফেরদৌস রহমান।

আটক ব্যক্তিরা হলেন—গাইবান্ধার আল শাহারিয়ার হালিম, রংপুর নগরীর পশ্চিম বাবু খাঁর মনোয়ার হোসেন, বাবু খাঁর রিয়াজুল আলম, আবুল কালাম আজাদ ও পলাশবাড়ীর ফেরদৌস তাজিম। তারা আগামী ১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রংপুর মহানগরীতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রজাতন্ত্রের সম্পদের ক্ষতি সাধনে সংহিসতার পরিকল্পনা করছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সাংবাদিকদের ব্রিফ করেন ফেরদৌস রহমান র‌্যাব জানায়, তারা বর্তমান সরকার ও ভোটাধিকার ব্যবস্থায় বিশ্বাস করে না। রাজনৈতিক দলের অংশ গ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে তারা শয়তানের দল মনে করে। দেশের সংবিধান ও জাতীয় সংসদকে স্বীকার করে না। নারী নেতৃত্বে বিশ্বাস করে না। তারা মতাদর্শের সদস্যদের কাছ থেকে মাসিকভিত্তিতে চাঁদা তুলে দেশ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

উগ্রবাদী বই ও লিফলেট সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আটক ব্যক্তিরা ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে তাদের আদর্শের অনুকূলে নিয়ে আসছিল। সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান-প্রদান করে একে অপরকে সহায়তা করে আসছিল। শান্তি-শৃঙ্খলা নষ্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে দেশকে অস্থিতিশিল করার ষড়যন্ত্রের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ এর অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু