X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

হিলি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৮:০৩

বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি দেওয়া হচ্ছে বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশের একটি দল মিষ্টি নিয়ে যায়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জগদিশ প্রসাদের হাতে মিষ্টি তুলে দেন। দুজনে বিজয় দিবসের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন। এসময় উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে বিএসএফ এর বিভিন্ন ক্যাম্পের জন্য মোট ১২ প্যাকেট মিষ্টি উপহার দেয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এই উদ্যোগ। দীর্ঘদিন ধরে হিলি সীমান্তে দুবাহিনীর মাঝে এ ধরনের রেওয়াজ চলে আসছে। এতে আমাদের দুই বাহিনীর বিরাজমান সুসম্পর্ক আরও দৃঢ় হবে।’

এদিকে, বিজয় দিবস উপলক্ষে সোমবার পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত ফাঁড়ি দিয়ে বিজিবি সদস্যরা বিএসএফ সদস্যদের মিষ্টি বিতরণ করেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহাদ্যপূর্ণ সহাবস্থান এবং সীমান্ত এলাকার পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার লক্ষ্যে এ মিষ্টি বিতরণ করা হয়। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানায়, পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিপরীতে ৫৩টি বিএসএফ সীমান্ত ফাঁড়ি ও চারটি ব্যাটালিয়নে মিষ্টি পাঠানো হয়েছে।

আনিসুর রহমান বলেন ‘ভারত ও বাংলাদেশের জাতীয় দিবসগুলোতে বিজিবি-বিএসএফ পরস্পরের মধ্যে মিষ্টি বিনিময় করে থাকে।’

 

 

 

/এনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী