X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ঠাকুরগাঁয়ে শিশু সুমনা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০৯:০৮

শিক্ষার্থীদের বিক্ষোভ তৃতীয় শ্রেণিতে পড়া শিশু সুমনা হকের (৯) হত্যার বিচারের দাবিতে আবারও সড়কে নেমে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ‘আমার বোন মরলো কেনো/হত্যাকারীর ফাঁসি চাই/উই ওয়ান্ট জাস্টিস’ শিক্ষার্থীদের এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঠাকুরগাঁওয়ের প্রাণকেন্দ্র চৌরাস্তা। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে এ বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনে অংশ নেয় ঠাকুরগাঁও সরকারি বালিকা ও বালক উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী।

দুপুরে বড় মাঠ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা একযোগে এই বিক্ষোভ মিছিলটি বের করে।  মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে সড়ক অবরোধ করে এক মানববন্ধনে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও সাধারণ জনতাও অংশ নেয়।

বিক্ষোভে শিশু সুমনা হককে হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের কঠোর শাস্তির দাবি করে সবাই স্লোগান দিতে থাকেন। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ শেষে চৌরাস্তা মোড়ে মানববন্ধনে বক্তব্য দেন– সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সালেহা খাতুন,ফারহাদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,বিশিষ্ট শিক্ষাবিদ মনতোষ কুমার দে’সহ জেলার বিভিন্ন স্তরের জনতা। বক্তারা শিশু সুমনার হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সেই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি যানান তারা। পরে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকারীর কঠোর শাস্তির আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে জেলা শহরের গোয়ালপাড়া এলাকায় স্কুলছাত্র রিয়াজ আহম্মেদ কাননের ঘরের মাটি খুঁড়ে সুমনার মরদেহ উদ্ধার করে পুলিশ। রিয়াজকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে সুমনাকে হত্যার কথা স্বীকার করে সে। সুমনা গোয়ালপাড়া এলাকার জুয়েলের মেয়ে। সে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। রিয়াজ আহম্মেদ কানন একই এলাকার ইয়াসিন হাবীব কাননের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ