X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

লকডাউন থাকা নদীপাড়া গ্রামে খাদ্য সংকট

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ১১:৩১আপডেট : ৩০ মার্চ ২০২০, ১১:৪০

লকডাউন থাকা নদীপাড়া গ্রাম করোনা আক্রান্ত সন্দেহে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের নদীপাড়া গ্রামের একই পরিবারের ৫ জনকে হাসপাতালে নেওয়ার পর থেকেই পুরো গ্রাম লকডাউন রয়েছে।  এ কারণে গ্রামের গবির  লোকজন চরম খাদ্য সংকটে পড়েছেন।  খাদ্য সংকটের কারণে কেউ কেউ গ্রাম থেকে পালানোর চেষ্টা করছেন। কেউ কেউ অন্য গ্রামে যাওয়ার চেষ্টাও করেছেন বলে জানা গেছে।

নদীপাড়া গ্রামে প্রায় তিন শতাধিক পরিবার রয়েছে। যাদের বেশিরভাগই  দিনমজুর। গ্রামের সবাই নিজের বাড়িতে থাকায় তাদের হাতে কোনও কাজ নেই। ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে। রবিবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে গ্রামের শতাধিক গবির মানুষের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। তবে এ সাহায্য প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন,  করোনা প্রতিরোধে প্রশাসনের নির্দেশনা মেনে তারা সচেতনতা অবলম্বন করছেন। কিন্তু তাদের গ্রামে খাদ্য সংকট দেখা দিয়েছে। গ্রামের বেশিরভাগ মানুষই দিনমজুর।দিন এনে দিন খায়। আমাদের সাহায্যে সবাই এগিয়ে অসুন। ঠাকুরগাঁওয়ের বিত্তবানদের অনুরোধ করবো যেনও খাদ্য সংকট নিরসনে কাজ করেন তারা।

লকডাউন থাকা নদীপাড়া গ্রাম স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, নদীপাড়া গ্রামের  সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। গ্রামের কোনও মানুষ যেনও ঘর থেকে বের না হয় এবং গ্রামের বাইরে কোথাও যেতে না পারে সেজন্য রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে পাহারার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এই গ্রামে  কাউকে ঢুকতে এবং কাউকে  বের হতে দেওয়া হচ্ছে না। গ্রামের অধিকাংশ মানুষ দিনমজুর হওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে। সবার প্রচেষ্টায় তাদের খাদ্য সংকট নিরসনে কাজ করতে হবে। বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, নদীপাড়া গ্রামের সবাইকে ঘরে থাকার কথা বলা হয়েছে এবং গ্রামের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও জীবাণুনাশক পাউডার দেওয়া হয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী