X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ভারতে আটক ২৬ জনকে ফেরতের দাবিতে স্বজনদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ জুন ২০২০, ০৬:৫৮আপডেট : ২৪ জুন ২০২০, ০৮:০৪

কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন পাসপোর্ট ও ভিসা নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ভারতের আসাম প্রদেশের ধুবড়ি জেলার চাপোবত থানায় আটক ২৬ বাংলাদেশি জে‌লে‌কে ফেরত চেয়ে মানববন্ধন করেছেন তাদের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলার চিলমারী উপজেলার রমনা ইউ‌নিয়‌নের ব‌্যাপারী পাড়া গ্রাম থে‌কে ৩০ কি‌লো‌মিটার পথ পা‌ড়ি দি‌য়ে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে এই মানববন্ধন ক‌রেন তারা।

মানববন্ধনকারীরা দাবি করেন, ভারতে আত্মীয়দের বাড়ি থাকায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা ভ্রমণ ভিসা নিয়ে ভারতে বেড়াতে যান। এর মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারত জুড়ে লকডাউন শুরু হয়। কিন্তু গত ৩ মে কিংবা তার পরদিন চেকপোস্ট কয়েকঘণ্টার জন্য খুলে দেওয়া হবে—এমন খবরে তারা ধুবড়ির উদ্দেশে রওনা দেন। সে দিন ভারতে দ্বিতীয় দফা লকডাউনের শেষ দিন ছিল। লকডাউনে বাইরে বের হওয়ায় গত ৩ মে চাপোবত থানা পুলিশ তাদের আটক করে। প‌রে তা‌দের জেলহাজ‌তে পাঠা‌নো হয়। বর্তমা‌নে সেখা‌নে তারা ব‌ন্দি র‌য়ে‌ছেন।

মানববন্ধনে অংশ নেওয়া চিলমারীর বা‌সিন্দা না‌হিদ হাসান বলেন, 'রাষ্ট্র ভাগ হয়েছে, কিন্তু আত্মীয়তা তো ভাগ হয়নি। ফলে আমাদের নিয়মিতই ভারতে আসা-যাওয়া করতে হয়। ওপারের আত্মীয়রা আসেন, আমরাও যাই। পাসপোর্ট-ভিসা নিয়ে চলাচল করি। বংশ পরম্পরায় জেলে হওয়ায় বেড়াতে গিয়ে অবসরে মাছ শিকার করেন কেউ কেউ। তা‌দের রক্তের মধ্যে আছে মাছের গন্ধ। ফলে এটাকেই কেউ কেউ বলেন, ভ্রমণ ভিসায় গিয়ে কর্ম করা। কিন্তু এ কার‌ণে পাস‌পোর্ট ও ভিসা নি‌য়ে ভার‌তে যাওয়া ওই দ‌রিদ্র মানুষগু‌লো‌কে কারাগা‌রে আটকে রাখা মানবা‌ধিকার লঙ্ঘন। আটক বাংলা‌দে‌শি‌দের প‌রিবারের সদস‌্যরা এপা‌রে মানবেতর জীবন যাপন কর‌ছেন। রা‌ষ্ট্র তাদের ফেরত আনার ব‌্যবস্থা করুক।'

ভার‌তে আটক মা‌নিক ও রেজাউ‌লের মা মালঞ্চ বেগম ব‌লেন, 'আটক ছে‌লেদের ফেরত আ‌নি দেও। ওমাক ছাড়া বাঁ‌চি কেমন ক‌রি, খুব ক‌ষ্টে আ‌ছি বাবা! সরকার যেন একটু দয়া ক‌রে।'

মানববন্ধ‌নে অংশ নেওয়া স্বজনরা আরও জানান, ভার‌তের হাজ‌তে থাকা অবস্থায় আটক বাংলা‌দে‌শি‌দের কারও কারও ভিসার মেয়াদ শেষ হ‌য়ে‌ছে। বতর্মা‌নে তা‌দের নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে শঙ্কায় র‌য়ে‌ছেন স্বজনরা। প‌রিবা‌রের উপার্জনক্ষম ব‌্যক্তি‌দের কারাব‌ন্দি‌ত্বে এপা‌রে তাদের স্বজনরা খে‌য়ে-না খে‌য়ে দিনা‌তিপাত কর‌ছেন। এমতাবস্থায় আটক স্বজনদের ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন তারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী