X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভারতে আটকে পড়া পেঁয়াজ আসা শুরু

হিলি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪২

পেঁয়াজের ট্রাক পাঁচ দিন বন্ধের পর ভারত সরকার অনুমতি দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশটির অভ্যন্তরে আটকে থাকা পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় ভারত থেকে আমদানি করা পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ শুরু করে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বন্দর দিয়ে ১১ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।

তবে শুধু গত রবিবারের টেন্ডারকৃত পেঁয়াজ রফতানি করবেন বলে জানিয়েছেন সে দেশের ব্যবসায়ীরা। বেশ কয়েকদিন আটকে থাকায় অনেক ট্রাকের পেঁয়াজের মান খারাপ হয়ে গেছে বলে জানা গেছে।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সোমবার থেকে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগের পর আজ বেলা সাড়ে ৩টায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমরা ভারতের অভ্যন্তরে যেসব পেঁয়াজের ট্রাক রয়েছে, সব নেওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছি। আশা করছি, সব পেঁয়াজের ট্রাক নিতে সক্ষম হবো।’

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, ‘অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে গত সোমবার থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। এতে করে দেশে প্রবেশের অপেক্ষায় থাকা ২৫০ ট্রাক পেঁয়াজ ভারতের অভ্যন্তরে আটকা পড়ে যায়। বেশ কয়েকদিন ধরে আটকে থাকার কারণে অনেক পেঁয়াজের মান খারাপ হয়ে গেছে। অনেক পেঁয়াজের ট্রাক থেকে রস বের হচ্ছে, পচা গন্ধ বের হচ্ছে। এতে করে আমরা আমদানিকারকরা ক্ষতির সম্মুখীন হবো। তবে কী পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়েছে এখনই বলতে পারছি না।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাঁচ দিন বন্ধের পর পূর্বের টেন্ডারকৃত পেঁয়াজ ভারত থেকে হিলি স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে। সরকারি নির্দেশনা মোতাবেক পেঁয়াজগুলো দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।’

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ