X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৪

সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধের নির্দেশনা উপেক্ষা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তারা বিক্ষোভের পর রসায়ন বিভাগে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এর আগে, সিন্ডিকেটের নির্দেশনা উপেক্ষা করে বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। বিভিন্ন এলাকা ঘুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনের পার্কের মোড় এলাকায় আসার পর সেখানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘বর্তমান উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ একজন স্বৈরশাসকের মতো আচরণ করছেন। তিনি নিজেই অনিয়মের পাহাড় গড়ে তুলেছেন, আর তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে যেন কেউ কথা বা প্রতিবাদ না করতে পারে সে কারণেই ক্যাম্পাসে নয়, ঢাকায় গোপনে সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ, বিক্ষোভ, অবস্থান, মৌন মিছিলসহ সব ধরনের প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছেন।’

তারা সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেন, ‘আমরা উপাচার্যের এ নির্দেশনা মানি না। বিশ্ববিদ্যালয় হবে মুক্তাঙ্গন কিন্তু প্রশাসনের এমন নির্দেশনা স্বৈরতন্ত্রের শামিল। যদি এই স্বেচ্ছাচারী নির্দেশনা দ্রুত প্রত্যাহার না করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭৫ একরের সব জায়গায় আমাদের অধিকার আছে। যদি বলেন প্রশাসনিক ভবনে প্রবেশ করতে আমাদের পারমিশন নিতে হবে। আমরা কার কাছে পারমিশন নেবো। নির্দেশনায় বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ ব্যক্তি প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমাদের প্রশ্ন, এই ঝুঁকিপূর্ণ ব্যক্তি আসলে কারা? আসলে এই ক্যাম্পাসের সব থেকে ঝুঁকিপূর্ণ ব্যক্তি  হচ্ছেন উপাচার্য ও তার অনুসারীরা।’

এদিকে, দুপুর দেড়টার দিকে বিভাগীয় প্রধানের অপসারণের দাবিতে রসায়ন বিভাগে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান ও বিক্ষোভ করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। এ সময় বিভাগীয় প্রধানসহ অন্য শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করে জুনিয়র শিক্ষক তানিয়া তোফাজকে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব দিয়েছেন উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ। অথচ আইন অনুযায়ী এ পদে শিক্ষক  লিটন মোহন চাকির দায়িত্ব পাওয়ার কথা। কিন্তু উপাচার্য জোষ্ঠতা লঙ্ঘন করে জুনিয়ন শিক্ষককে বিভাগীয় প্রধানের দায়িত্ব দিয়েছেন। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান। না হলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান তারা। বেলা ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে জানতে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান তানিয়া তোফাজের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাটি ক্যাম্পাসে না করে ঢাকায় করা হয়। সভা শেষে রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত চিঠিতে সভা-সমাবেশ নিষিদ্ধ করার নির্দেশনা জারি করা হয়। শুক্রবার বিষয়টি জানাজানি হলে ক্যাম্পাসে তোলপাড় শুরু হয়।

ওই অফিস আদেশে প্রশাসনিক ভবন, ভিসির বাংলো, অ্যাকাডেমিক ভবন এবং শ্রেণিকক্ষের সামনে মিছিল-মিটিং, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ প্রদর্শন, স্লোগান, বক্তব্য প্রদান ও মৌন মিছিলসহ সহ সব ধরনের ধরনের কর্মসূচির পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি এই নোটিশের নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে