X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিরামপুরে ভারতে প্রবেশের সময় একই পরিবারের ৩ রোহিঙ্গা আটক

দিনাজপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৫

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাড়ি দেওয়ার সময় এক শিশুসহ একই পরিবারের তিন রোহিঙ্গাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দেশমা বাজারের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মজিবর হোসেন (২৭), তার স্ত্রী সাদেকুন নাহার (২৪) এবং শিশু রহমত হোসেন (৫)। তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন।

স্থানীয় বিনাইল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মাকসুদা বেগম জানান, সোমবার সকালে দেশমা বাজার এলাকায় বাড়ি থেকে বেরিয়ে দেখি রাস্তার পাশে এক

শিশুসহ তিন জন বসে আছেন। এ সময় তাদের ঠিকানা জিজ্ঞেস করলে তারা কিছু বলতে পারেননি। তিনি বলেন, ‘এমন অবস্থায় তাদের উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। স্থানীয় আনোয়ার হোসেনের কাছে তারা রোহিঙ্গা বলে জানান। পরে আমি বিষয়টি স্থানীয় বিনাইল ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে পুলিশ ও বিজিবিকে জানাই।’

বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, তাদের আটকের পর বিষয়টি ২৯ ব্যাটালিয়নের অধিনায়কে জানালে তিনি একজন দোভাষীকে পাঠিয়ে দেন। তাদের স্থানীয় চৌঠা বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেন কর্নেল শরিফ উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিরামপুর দেশমা এলাকায় শিশুসহ তিন জনের আটকের খবরে একজন দোভাষীকে পাঠিয়ে জানা গেছে তারা রোহিঙ্গা। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছেন তারা ভারতে পালানোর উদ্দেশ্যে সীমান্তে এসেছিলেন। তিনি বলেন, ‘সব আইনি প্রক্রিয়া শেষে তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?