X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

ধর্ষকের যাবজ্জীবন, সন্তানের পিতৃত্ব স্বীকৃতি ও ভরণপোষণের নির্দেশ

রংপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৩

রংপুরের পীরগাছায় এক তরুণীকে ধর্ষণের দায়ে আসামি শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন। আদালত ধর্ষণের কারণে জন্ম নেওয়া শিশুকে আসামি শফিকুলের ছেলে হিসেবে স্বীকৃতি দেন এবং উত্তরাধিকারী ঘোষণা করেন। এছাড়া ২১ বছর বয়স পর্যন্ত তার ব্যয়ভার আসামির সম্পদ বিক্রি করে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণ জানা গেছে, ২০০৮ সালের ১ ডিসেম্বর মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শফিকুল গর্ভপাত করার কথা বলে। কিন্তু মেয়েটি রাজি না হওয়ায় শফিকুল তাকে বিয়ে করতে অস্বীকার করে। এমনকি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করে। এ ঘটনায় মেয়েটি রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পিটিশন মামলা দায়ের করেন। আদালত শিশুটির পিতৃপরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ টেস্ট করার আদেশ দেন। ডিএনএ টেস্টে শিশুটির বাবা শফিকুল বলে প্রমাণিত হয়। দীর্ঘ ১২ বছর ধরে মামলাটির বিচার কালে সাত জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত রায় দেন। মামলায় অপর দুই আসামি মজিরন বেগম ও মজিবর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিশেষ পিপি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আদালত ঐতিহাসিক রায়ের মাধ্যমে সন্তানের স্বীকৃতি এবং তার ভরণপোষণের জন্য সম্পদ বিক্রি করার আদেশ দেওয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।’

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জগলুল ইসলাম জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

রায় ঘোষণার সময় মামলার বাদী সন্তানকে নিয়ে আদালতে উপস্থিত ছিলেন। তিনি জানান, তার সন্তানের বয়স এখন ১১ বছর। অনেক কষ্ট করে দীর্ঘ ১২ বছর ধরে তিনি আইনি লড়াই চালিয়ে গেছেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসামির লোকজন সাজার আদেশ হওয়ার পর আদালত প্রাঙ্গণেই তাকে নানা হুমকি দিয়েছে। তার ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার