X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রংপুরে বিএনপি নেতাদের বৈঠক, যুবদল ও ছাত্রদল নেতার মধ্যে হাতাহাতি

রংপুর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

রংপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জেলা বিএনপির নেতাদের রুদ্ধদ্বার বৈঠক  হয়েছে। এসময় বৈঠকে প্রবেশ করা নিয়ে  যুবদল ও ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি অবস্থান নিলে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত হোটেল নর্থ ভিউতে এ ঘটনা ঘটে।

এদিকে দীর্ঘ ৪ ঘণ্টাব্যাপী বৈঠকে জেলা বিএনপির সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সহ সম্পাদকীয় পদের নেতারা ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে বাইরে গুঞ্জন ছিল জেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। এ কারণে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সমর্থকরা হোটেলের সামনে কয়েক দফা অবস্থান নেওয়ার চেষ্টা করলেও পুলিশ কাউকে সেখানে দাঁড়াতে দেয়নি।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে শুক্রবার রাত ৯টায় তিনি জানান জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং গতিশীল করার জন্য এ সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেক। তবে সভা চলাকালে বাইরে কোনও ঘটনার খবর তিনি জানেন না বলে জানান।

 বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ২২ নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির কর্মকাণ্ড নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অসন্তোষের কথা জানান কেন্দ্রীয় নেতারা। তবে সভার বিষয়ে কেন্দ্রীয় নেতারা কোনও মন্তব্য করতে রাজি হননি।

দলীয় সূত্র আরও জানায়, সভা চলাকালে যুবদল নেতা মনু ও ছাত্রদল নেতা শামসুদ্দোহা হোটেলের লিফটে ওঠা নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী