X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে চাহিদার তুলনায় সরবরাহ কম ওএমএসের চালের

নীলফামারী প্রতিনিধি
১৮ মার্চ ২০২১, ২১:০৫আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:০৫

বাজারে চাল ও আটার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় মানুষ হুমড়ি খেয়ে পড়েছে ওএমএসের ডিলারের (পরিবেশকের) কাছে। কিন্তু সেখানেও স্বস্তি নেই অসহায় দরিদ্র মানুষের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পরিবেশকরা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন।

জেলা শহরের মিশন হাড়োয়া এলাকার আব্দুল করিম (৫৫) বলেন, ‘সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত লাইনে থেকে পাঁচ কেজি চাল তুললাম। বাজারে চালের যে দাম তা কেনার সামর্থ্য নেই। এক কেজি মোটা চালের দাম ৫২ টাকা। পরিবারে প্রতিদিন চাল লাগে তিন কেজি। যার মূল্য ১৫৬ টাকা। এদিকে, কাঁচা বাজার তো আছেই। করোনা কালে রোজগার কমে যাওয়ায় ওএমএসসের চাল কেনা ছাড়া কোনও উপায় নেই।’

একই এলাকার শফিয়ার রহমানের স্ত্রী সাহার বানু (৩০) বলেন, ‘করোনার সময় চালের এত দাম ছিল না। এখন ৪২ টাকার চাল ৫০-৫২ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। কাম-কামাই নাই, কিন্তু চালের দাম বেশি। চাল কিনলে, আলু মরিচ পেঁয়াজ ও সবজি কিনার টাকা থাকে না। অভাবে পড়ি লাইন খাটি চাউল নিবার লাগছে। তাও পাওয়া যায় না। ডিলারের গালাগালি আর অপমান সহ্য করি পেটের দায়ে কম দামে চাল কিনতে হচ্ছে। সরকার যদি বেশি বেশি করে বরাদ্দ দিত তাহলে গরিব মানুষের উপকার হতো।’

জেলা শহরের নিউ বাবুপাড়ার শাকিল আহমেদ (৩৪) বলেন, ‘এখন বাজারে ধানের দামও বেশি, চালের দামও বেশি। সামনে রোজা, এই সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। বাজার মনিটারিং না থাকায় ধান-চালের দাম বেড়েই চলছে। কপালে থাকলে লাইনের চাল পাওয়া যায়। নইলে আটা নিয়ে বাড়ি যেতে হয়।’

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি থেকে নীলফামারী জেলা শহরে ১৫ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন এক হাজার মানুষের মাঝে সরকারিভাবে ওএমএসের চাল-আটা বিক্রি করা হয়। এর মধ্যে প্রতিদিন পাঁচ জন ডিলার নিজ নিজ পয়েন্টে এসব খাদ্যপণ্য বিক্রি করছেন। নিয়ম অনুযায়ী প্রতিদিন এক টন করে আটা-চাল বিক্রি করতে পারেন তারা।

জেলা শহরের নিউ বাবুপাড়ার মাখামাছা বাজারের ওএমএস ডিলার মো. খোরশেদ আলম বলেন, ‘গত এক মাস থেকে বাজারে চালের দাম দ্বিগুণ বেড়েছে। এই পরিস্থিতে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত চাল নিতে আসেন শত শত গরিব মানুষ। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সবাইকে চাল-আটা দেওয়া যায় না। এক টন চাল আর এক টন আটা নিমেষে ফুরিয়ে যায়।’ তাই এলাকার চাহিদা অনুযায়ী বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘জেলা শহরে প্রতিদিন পাঁচ জন করে ডিলার আটা-চাল বিক্রি করে থাকেন। শহরে ডিলার রয়েছে ১৫ জন। চাহিদার তুলনায় বরাদ্দ কম। এ ব্যাপারে উচ্চ পর্যায়ে মানুষের চাহিদা বিবেচনা করে চালের পরিমাণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। তবে আটা প্রতিদিন এক টনই বরাদ্দ থাকবে। আশা করি, কেউ ওএমএসসের চাল-আটা কিনতে ভোগান্তিতে পড়বেন না।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি