X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ছয় বছরেও শেষ হয়নি হাবিপ্রবির দুই শিক্ষার্থীর হত্যা মামলা

আব্দুল্লাহ আল মুবাশ্বির, হাবিপ্রবি
১৬ এপ্রিল ২০২১, ২২:৫৬আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:৫৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যার ছয় বছর পূর্ণ হলো আজ (১৬ এপ্রিল)। কিন্তু হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পরেও এ ঘটনায় দায়ের করা তিনটি মামলার একটিরও বিচারকাজ হয়নি।

২০১৫ সালের ১৬ এপ্রিল হাবিপ্রবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ অনুষ্ঠান চলাকালে রাত ৮টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগ কর্মী বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকারিয়া ও কৃষি অনুষদের মাহমুদুল হাসান মিল্টন নিহত হন। ওই ঘটনায় দুই শিক্ষার্থীর পরিবার দিনাজপুর আদালতে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। দুই মামলায় ৪১ জনকে আসামি করা হয়।

এছাড়াও দিনাজপুর কোতোয়ালি থানার তৎকালীন এসআই আব্দুল নুর বাদী হয়ে অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে আলাদা একটি হত্যা মামলা দায়ের করেন।

এই ঘটনায় গত বছরের ২৯ জুলাই দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবু ইবনে রজ্জব, সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডি।

হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন।

এছাড়া গত বছরের ২৫ ডিসেম্বরে দুই ছাত্রকে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সিঙ্গেলকে (৩০) গ্রেফতার করে পুলিশ।

নিহত মিল্টনের মা রেবেকা সুলতানা বলেন, আমার ছেলে হত্যায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করলেও এখন পর্যন্ত আদালত তাদের শাস্তির আদেশ দেয়নি। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। উনি আমাদের ছেলে হত্যার বিচারের বিষয়ে আশ্বস্ত করেছেন। এই হত্যার সঙ্গে যারা জড়িত আমরা তাদের সবার ফাঁসি চাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের তৎকালীন সভাপতি এস.এম. জাহিদ হাসান বলেন, সেদিন ঘটনাস্থলে আমিও সশরীরে উপস্থিত ছিলাম। আমি নিজেও হামলায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলাম। আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই'।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই ভাইয়ের ‘দ্বন্দ্বে’ প্রতিশোধ নিতে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের ‘দ্বন্দ্বে’ প্রতিশোধ নিতে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল