X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

তালাবদ্ধ ঘরের মেঝেতে পড়ে ছিল যুবকের লাশ

দিনাজপুর প্রতিনিধি
০৬ জুন ২০২১, ১০:১৮আপডেট : ০৬ জুন ২০২১, ১০:২৫

দিনাজপুরে নিজ বাড়িতে তালাবদ্ধ অবস্থায় বেল্লাল হোসেন বাবু (৩৩) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (৫ জুন) সন্ধ্যায় সদর উপজেলার হরিহরপুর গ্রামের কাউয়াপাড়ার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাবু ওই এলাকার মৃত শরিফুল ইসলাম বুদুর ছেলে।

এলাকাবাসী জানান, শনিবার বিকালে ঝড়োবৃষ্টির পর দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। এর সূত্র ধরে এলাকার কয়েকজন তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। তারা মেঝেতে প্লাস্টিক দিয়ে ঢাকা বাবুর মরদেহ ও রক্ত পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

মরদেহের মাথায় পেছন থেকে আঘাতের চিহ্ন, গলায় কালো চিহ্ন ও হাতে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।

নিহতের স্ত্রী শাহীনা বেগম (২৮) জানান, গত ডিসেম্বরে তার স্বামী তাকে মারধর করলে বাপের বাড়ি চলে যান তিনি। সাত দিন পর তিনি তালাকের উকিল নোটিশ পান। অনেক মীমংসার চেষ্টার পরও তাকে তালাক দেওয়া হয়। পরে বাবু নিজের দোষ স্বীকার করে গত ২৮ মে পুনরায় শাহীনাকে বিয়ে করেন। বিয়ের দুই দিনের মধ্যে আবারও ঝগড়া-বিবাদ দেখা দিলে গত সোমবার বাপের বাড়ি চলে যান শাহীনা। পরে শনিবার স্বামীর হত্যার খবর পান তিনি। শাহিনা বেগম জানান, তার স্বামী এক কিলোমিটার দূরে বড় বোন দুলালী বেগমের বাড়িতেই বেশি থাকতেন।

 দিনাজপুর কোতোয়ালি থানার এসআই রাশেদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী