X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দিনাজপুর সদর উপজেলা লকডাউন

দিনাজপুর প্রতিনিধি
১৩ জুন ২০২১, ২৩:২৩আপডেট : ১৩ জুন ২০২১, ২৩:২৩

করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলা আগামী সাত দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (১৫ জুন) সকাল ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। রবিবার রাতে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল ৬টা থেকে সদর উপজেলায় কোনও ধরনের যানবাহন চলাচল করবে না, বন্ধ থাকবে সব ধরনের দোকানপাট। শুধু  ওষুধের দোকান খোলা থাকবে। এছাড়া কাঁচাবাজার ও মুদিখানা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। শহরে শুধু অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচল করবে। 

বৈঠকে দিনাজপুর করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন– জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. বিকে বোস প্রমুখ।

এর আগে বিকালে প্রতিবেদন আসে, গত ৪৮ ঘণ্টায় দিনাজপুরে করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলারই তিন জন। এছাড়াও গত কয়েকদিন করোনার সংক্রমণে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে দিনাজপুর সদর উপজেলায়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, আক্রান্ত ও মৃত্যুহারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দিনাজপুর সদর উপজেলা। এখন পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার অর্ধেকেরও বেশি সদর উপজেলায়। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৭১ জন, আর শুধু সদরে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭৬ জন। যা শতকরা ৫৭.০৩ শতাংশ। জেলার ১৩টি উপজেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৪৩ জন, যার মধ্যে সদর উপজেলারই ৭০ জন। যা শতকরা হিসাবে ৪৮.৯৫ শতাংশ।

/এমএএ/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ