X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কঠোর লকডাউনের ৭ দিনে লালমনিরহাটে ৬ লাখ টাকা জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ০০:৫৬আপডেট : ০৮ জুলাই ২০২১, ০০:৫৬

কঠোর লকডাউনের প্রথম সাত দিনে লালমনিরহাটে এক হাজার ৬১৫ মামলায় ছয় লাখ ১৪ হাজার ৪৪০ টাকা জরিমানা আদায় করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। লকডাউন অমান্য করে অকারণে বের হওয়ায়, যানবাহন এবং দোকানপাট খোলার অপরাধে এ জরিমানা করা হয়।

বুধবার (০৭ জুলাই) লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুল হক প্রধান জানান, ১ থেকে ৭ জুলাই পর্যন্ত ১০৮টি ভ্রাম্যমাণ আদালত জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক হাজার হাজার ৬১৫টি মামলা করেছে। এসব মামলায় ছয় লাখ ১৪ হাজার ৪৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেওয়া এ লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা সমন্বয় করে মাঠে কাজ করছে। এছাড়া লকডাউনে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমও শুরু করা হয়েছে।       

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, তিন দিকে ভারতীয় সীমান্ত বেষ্টিত এ উপজেলার মানুষকে নিরাপদে রাখতে আমরা সর্বস্তরের প্রতিনিধিদের নিয়ে সর্বাত্মক লকডাউন পালনের চেষ্টা করছি। আশা করছি, মানুষ তাদের জীবন রক্ষার জন্যই লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলবে। বুড়িমারী স্থলবন্দর দিয়ে আগত পাসপোর্টধারী যাত্রীদেরও স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। চেষ্টা চলছে সব পক্ষের সহযোগিতায় করোনাভাইরাস মোকাবিলা করার।

জেলা প্রশাসক আবু জাফর বলেন, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে কারিগরি কমিটির পরামর্শের আলোকে গত ২৬ জুন সকাল ৬টা থেকে লালমনিরহাট পৌরসভা এলাকায় লোকজন চলাচলে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করা হয়। এই কঠোর বিধিনিষেধের সময়সীমা শেষ না হতেই জাতীয়ভাবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১ জুলাই থেকে সাত দিনের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। কিছু মানুষ বিভিন্ন অজুহাতে ঘরের বাইরে অকারণে ঘোরাফেরা, কিছু যানবাহন ও দোকানপাট খোলার চেষ্টা হয়েছে। আমরা নিরুৎসাহিত করার পরও যারা আইন অমান্য করার চেষ্টা করেছে, তাদেরকেই ভ্রাম্যমাণ আদালত অভিযান করে মোকাবিলা করার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা একজন মানুষকেও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করতে চাই না। কিন্তু এতো সচেতনতা চালানোর পরও কিছু মানুষ অকারণে বের হওয়ায় দুর্ভাগ্যবশত জরিমানা করা হয়েছে। এরমধ্যে দোকানপাট ও যানবাহনও রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র