X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফের বাড়ছে তিস্তার পানি, বন্দি ৫ হাজার পরিবার

নীলফামারী প্রতিনিধি
২২ আগস্ট ২০২১, ১০:৫৮আপডেট : ২২ আগস্ট ২০২১, ১১:০৩

নীলফামারীতে আবারও তিস্তার পানি বাড়ছে। এতে বিপাকে পড়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। পানিবন্দি হয়ে পড়েছে ডিমলা উপজেলার পাঁচ হাজারের বেশি পরিবার। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক মো. নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

রবিবার (২২ আগস্ট) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তিস্তার পানি প্রথম বিপৎসীমা অতিক্রম করে গত ১৩ আগস্ট। এদিন বেলা ৩টায় ওই পয়েন্টে বিপৎসীমার ১৫ স্টেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। 

১৪ আগস্ট বেলা তিনটায় ১০ সেন্টিমিটার, ১৫ আগস্ট ১০ সেন্টিমিটার ও ১৬ আগস্ট সকাল ৬টায় ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সেদিন বিকাল ৩টায় দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ১৭ আগস্ট পর্যন্ত তা অব্যাহত থাকে। ১৮ আগস্ট বিকাল ৩টায় বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচে নামলেও ১৯ আগস্ট ফের পানি বেড়ে বেলা তিনটায় ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ২০ আগস্ট বেলা ৩টায় বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচে নামার পর শনিবার আবারও বাড়তে থাকে।

পানিবন্দি পাঁচ হাজারের বেশি পরিবার

গত আট দিন ধরে পরিস্থিতির উন্নতি না হওয়ায় খাদ্য সঙ্কটে পড়েছে পরিবারগুলো। সমস্যা সমাধানে গতকাল শনিবার এসব পরিবারের মাঝে বিতরণের জন্য ১৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দাবি, ওই বরাদ্দ চাহিদার তুলনায় অপ্রতুল। এদিকে ডিমলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ি ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত প্রায় ১৫ গ্রামের পাঁচ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, আমার ইউনিয়নের ব্যারাজের উজানে টাপুর চরে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধটি ভাঙনের মুখে পড়েছে। বাধটি রক্ষায় সেখানে বালুর বস্তা ফেলা হচ্ছে। এছাড়া ইউনিয়নের ৭০০ পরিবার পানিবন্দি রয়েছে। এসব পরিবারের মাঝে তিন মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে শনিবার। তবে এগুলো চাহিদার তুলনায় কম।

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রহমান বলেন, ‘উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টির ফলে ইউনিয়নের ভেন্ডাবাড়ি ও ছাতুনামা চরের ৮০০ পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে। গত শুক্রবার বিকালে পানি কিছুটা কমলেও শনিবার আবারও বৃদ্ধি পায়। ভোগান্তির শিকার পরিবারগুলোর মাঝে ছয় মেট্রিকটন চাল ও ২৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন বলেন, ইউনিয়নের ঝাড়সিংহেরশ্বর ও পূর্ব ছাতনাই গ্রামের প্রায় এক হাজার পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিতরণের জন্য ১৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ছয় মেট্রিকটন, টেপাখড়িবাড়ি ইউনিয়নে তিন মেট্রিকটন, খগাখড়িবাড়ি ইউনিয়নে তিন মেট্রিকটন এবং খালিশাচাপানী ইউনিয়নে তিন মেট্রিকটন বরাদ্দ দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান এগুলো দ্রুত বিতরণ করবেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, গত শুক্রবার ব্যারাজ পয়েন্টে নদীর পানি কমলেও শনিবার ফের বাড়ে। গতকাল বেলা ৩টায় ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরে সন্ধ্যা ছয়টায় ফের পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। আজ সকাল ৯টা পর্যন্ত পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। পানি সামাল দিতে ব্যারাজের সবকটি (৪৪) স্লুইজ গেট খুলে রাখা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে বাসদের তিন দিনের রোডমার্চ
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
৭৫ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি দেখলো আমিরাত, মরু শহর দুবাইয়ে বন্যা
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা