X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মামলার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘর্ষ, ২ আইনজীবী আহত

রংপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৬

মামলার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে রংপুরের আদালত চত্বরে আইনজীবীদের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। রবিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় একটি মামলায় টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিক বলেন, ‘দুই পক্ষই এ ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমি লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও আইনজীবীরা জানিয়েছেন, একটি মামলায় মক্কেলের কাছ থেকে নেওয়া টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে আইনজীবী আলাউদ্দিনের সঙ্গে অপর আইনজীবী মেজবাহ আহমেদের প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর হাতাহাতি এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।এ সময় দুই আইনজীবীর সমর্থকরাও একত্রিত হন। আদালত চত্বরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় আইনজীবী মেজবাহ আহমেদ মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এ সময় আবারও দুই আইনজীবী এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আইনজীবী আলাউদ্দিন ও জুনিয়র আইনজীবীসহ পাঁচ জন আহত হন।

আইনজীবীদের ক্যান্টিন ভাঙচুর করা হয় এ বিষয়ে 

সংঘর্ষ চলাকালে জেলা ও দায়রা জজ আদালতের নিচতলায় আইনজীবীদের ক্যানটিনে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলার পর সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রাজিবুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ বিষয়ে আইনজীবী আলাউদ্দিন আহমেদ ও মেজবাহ আহমেদ সংঘর্ষের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

রংপুর মেট্রোপলিটান কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রজিবুজ্জামান বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি দুই পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ