X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

র‍্যাব জনগণের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২২, ১৯:৪৩আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৯:৪৩

শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নয়, র‍্যাব মানবিক কাজও করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘সন্ত্রাস ও জঙ্গি দমনের পাশাপাশি বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে র‍্যাব। কালো রঙের পোশাকের ফোর্সটা জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।’

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে র‌্যাব-১৩-এর পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ আজ বিশ্ব মানের বাহিনীতে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে আইনশৃঙ্খলা বাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে। ১৫ বছর আগে যে আইনশৃঙ্খলা বাহিনী দেখেছেন, সে তুলনায় আজকের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট দক্ষ। তারা যেকোনও চ্যালেঞ্জ আজ মোকাবিলা করছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা শান্তি চাই। শান্তি ধরে রাখতে হলে সাসটেইনেবল সিকিউরিটি প্রয়োজন। এই সিকিউরিটি দেয় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও আমাদের কোস্ট গার্ড। তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী সব কিছুই করে যাচ্ছেন।’

আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধীদের দমনে র‌্যাবের ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জঙ্গি, সন্ত্রাস, বনদস্যু, জলদস্যু, চরমপন্থি সবাইকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। পাবনায় ছয় শতাধিক চরমপন্থি আত্মসমর্পণ করেছে। মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ীরা আত্মসমর্পণ করেছে। সবচেয়ে বড় সাফল্য এসেছে সুন্দরবনের বনদস্যুরা আত্মসমর্পণ করার মাধ্যমে। সেখানে কয়েকজন সাংবাদিকেরও ভূমিকা রয়েছে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের এমপি আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহামেদ, কুড়িগ্রাম-৩ আসনের এমপি এম এ মতিন, র‌্যাবের এডিজি (অপারেশন্স) কর্নেল কে এম আজাদসহ রংপুর ও কুড়িগ্রামের প্রশাসনিক কর্মকর্তারা।

/এফআর/
সম্পর্কিত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
উপবৃত্তির নামে প্রতারণা, ক্রেডিট-ডেবিট কার্ডে অর্থ লুট
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা