X
সোমবার, ০৮ আগস্ট ২০২২
২৪ শ্রাবণ ১৪২৯

গরুর হাটে, টেইলার্সের দোকানে চলছে ভ্যাকসিন কার্যক্রম!

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
১৪ জানুয়ারি ২০২২, ০০:৪০আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০০:৪০

কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রমের জন্য গরুর হাটে, টেইলার্সের দোকানে বুথ স্থাপন করে টিকা কার্যক্রম শুরু হয়েছে। শুধু তাই নয় দোকানের সামনে অবস্থিত গরুর হাটে অস্বাস্থ্যকর পরিবেশে কর্দমাক্ত স্থানে শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। স্বাস্থ্য সুরক্ষার জন্য ভ্যাকসিন নিতে আসলেও অস্বাস্থ্যকর পরিবেশে বুথ স্থাপন করায় শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রৌমারীর যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে এমন দৃশ্য দেখা গেছে।

শিক্ষার্থীদের দাবি, স্কুল কর্তৃপক্ষের নির্দেশে তারা এমন পরিবেশে টিকা নিতে আসতে বাধ্য হয়েছেন। গরুর হাটের পাশে বুথ স্থাপন করায় কাদা পানি আর গোবর-মূত্রের দুর্গন্ধে তাদের দাঁড়িয়ে থাকাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা এবং শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের সংস্থান হওয়ায় নিজ এলাকাতে টিকাদানের উদ্যোগ নেওয়া হয়েছে। গরুর হাটে, টেইলার্সের দোকানে চলছে ভ্যাকসিন কার্যক্রম!

বুধবার (১২ জানুয়ারি) রৌমারী উপজেলার সিজি জামান উচ্চ বিদ্যালয়ে বুথ স্থাপন করে টিকা কার্যক্রম শুরু হয়। তবে বৃহস্পতিবার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে টেইলার্সের দোকানে বুথ স্থাপন করে যাদুরচর উচ্চ বিদ্যালয় এবং যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থীর টিকার ব্যবস্থা করা হয়।

ভ্যাকসিন নিতে আসা যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘হাটের মধ্যে বৃষ্টির পানি জমে আছে। গোবর আর মূত্রের দুর্গন্ধের মধ্যে দাঁড়িয়ে টিকা নিতে হচ্ছে। স্কুল থেকে আসতে বলেছে বলেই আমরা বাধ্য হয়ে এসেছি। কিন্তু এই পরিবেশ দেখে মনটা খারাপ হয়ে গেলো।’

জানতে চাইলে যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ‘আমাদের এটা অনুন্নত এলাকা। কোথাও এসি রুম নেই। ওই দোকানে এসি সংযোগ ছিল বলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেখানে বুথ নিয়েছি। তবে সেখানে কোনও গোবর বা মূত্র ছিল না।’ গরুর হাটে, টেইলার্সের দোকানে চলছে ভ্যাকসিন কার্যক্রম!

অস্বাস্থ্যকর পরিবেশের ছবি দেখাতে চাইলে এই প্রধান শিক্ষক বলেন, ‘বৃষ্টি হওয়ায় সামান্য কাদা পানি জমেছিল। তবে শিক্ষার্থীরা যেখানে শুকনো পেয়েছে সেখানে দাঁড়িয়েছে।’

রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম জানান, যাদুরচরের ওই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের রৌমারী শহরে আসতে বেশ দূরত্ব অতিক্রম করতে হয়। এজন্য স্কুল কর্তৃপক্ষের অনুরোধে কর্তিমারী বাজারে বুথ করা হয়েছে। ওই টেইলার্সের দোকানে এসি সুবিধা থাকায় সেখানে বুথ করা হয়েছে।’

গরুর হাটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে বুথ স্থাপনের বিষয়ে জানতে চাইলে এই শিক্ষা কর্মকর্তা বলেন, ‘ওই স্থান পরিষ্কার করা হয়েছে। সেখানে কোনও ময়লা থাকার কথা নয়।’

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, ‘আমি আসলে বুথটি দেখিনি। স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ওই বাজারে বুথ দেওয়া হয়েছে। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভালো বলতে পারবেন।’

এমন অস্বাস্থ্যকর পরিবেশে বুথ স্থাপন করে টিকা কার্যক্রম চলমান রাখবেন কি না? এমন প্রশ্নে এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘আমি বিষয়টি খোঁজ নেবো। সত্যতা পেলে সেখানে আর বুথ দেওয়া হবে না।’

করোনা থেকে সুরক্ষায় শিক্ষার্থীদের টিকা কার্যক্রমে কুড়িগ্রামে নানা অব্যবস্থাপনা দেখা দিয়েছে। সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং স্বাস্থ্যবিধি পালনে উদাসীনতাসহ সংক্রমণের ঝুঁকি নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে। উপজেলাগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত বুথের ব্যবস্থা না থাকায় বেশ কয়েকটি উপজেলার শিক্ষার্থীদের যাতায়াত বিড়ম্বনা সয়ে জেলা শহরে এসে টিকা নিতে হচ্ছে।

জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুসারে, জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই লাখ ২১ হাজার। ১২ জানুয়ারি পর্যন্ত এদের মধ্যে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী ভ্যাকসিনের আওতায় এসেছে।

/এমপি/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
জ্বালানির মূল্য বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
জ্বালানির মূল্য বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
শিল্পকলায় ‌‘বনমানুষ’
শিল্পকলায় ‌‘বনমানুষ’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক পরিস্থিতি
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক পরিস্থিতি
টিভিতে আজ
টিভিতে আজ
এ বিভাগের সর্বশেষ
পীরগঞ্জে তাণ্ডবের মামলায় ৫১ আসামির আত্মসমর্পণ
পীরগঞ্জে তাণ্ডবের মামলায় ৫১ আসামির আত্মসমর্পণ
পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সন্তানসম্ভবা কিশোরীকে হত্যা, কথিত প্রেমিকের মৃত্যুদণ্ড
সন্তানসম্ভবা কিশোরীকে হত্যা, কথিত প্রেমিকের মৃত্যুদণ্ড
প্রকাশ্যে ওষুধ ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
প্রকাশ্যে ওষুধ ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
একদিনে এলো ৫৮ টন কাঁচা মরিচ, কমলো দাম
একদিনে এলো ৫৮ টন কাঁচা মরিচ, কমলো দাম