X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে পাঠানো ৮ হাজার কিট মেয়াদোত্তীর্ণ, বন্ধ হতে পারে পরীক্ষা

দিনাজপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ২২:৪২আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২২:৪৩

দিনাজপুরে করোনাভাইরাস পরীক্ষার কিটের পর্যাপ্ত মজুত নেই। আবার স্বাস্থ্য অধিদফতর থেকে যেসব কিট এসেছে সেগুলোও মেয়াদোত্তীর্ণ। এ অবস্থায় নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যেতে পারে এ জেলায়।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে জেলায় পাঁচ হাজার পিস কিট পাঠানো হয়। সেগুলো নামিয়ে দেখা যায়, ২০২১ সালের জুলাই মাসে সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। গত সপ্তাহে পাঠানো তিন হাজার কিটেরও মেয়াদ ছিল না। সেগুলোর মেয়াদ শেষ হয় ২০২১ সালের অক্টোবর মাসেই।

দফতরটির এক কর্মকর্তা জানিয়েছেন, এসব কিট দিয়ে করোনা পরীক্ষা করা হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এসব কিট ব্যবহার করা হবে কি-না এমন সিদ্ধান্ত জানানো হয়নি। যদি এসব কিট ব্যবহার না করার সিদ্ধান্ত আসে কিংবা নতুন কিট না আসে তাহলে জেলায় করোনা পরীক্ষা বন্ধ হয়ে যাবে।

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান উল সিদ্দিকী বলেন, ‘আট হাজার পিস কিট এসেছে, যেগুলোর প্যাকেট খুলে আমরা মেয়াদোত্তীর্ণ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিটের প্যাকেটের ওপরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল জুলাই পর্যন্ত। তবে ভেতরে থাকা সোয়াব স্টিকের মেয়াদ লেখা ছিল না। ভেতরে থাকা কোনোটির মেয়াদ রয়েছে ২০২৪ সাল পর্যন্ত, কিন্তু সবগুলোর নয়। এখন এসব কিট দিয়ে নমুনা পরীক্ষা হবে কি-না তা জানতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। যদি এগুলো ধ্বংস করে দেওয়া হয় বা ফেরত পাঠানো হয় তাহলে এই মুহূর্তে দিনাজপুরে করোনা পরীক্ষার জন্য কিটের মজুত নেই। ফলে করোনা পরীক্ষা বন্ধ রাখতে হবে।’

এদিকে, মঙ্গলবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা বুথে মেয়াদোত্তীর্ণ কিট পাওয়া গেছে। ওই কিট দিয়ে একজনের পরীক্ষার প্রস্তুতিও চলছিল। যদিও বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, সকালে নমুনা পরীক্ষার জন্য একটি মেয়াদোত্তীর্ণ কিট দেখতে পান এফবিএবির প্রোগ্রাম সমন্বয়কারী শাহিনুর ইসলাম। বিষয়টি তিনি দায়িত্বরতদের জানালে তারা অফিসে যোগাযোগ করতে বলেন। পরে ওই ব্যক্তি বিষয়টি সাংবাদিকদের জানালে সাংবাদিকরা হাসপাতাল ওয়ার্ড মাস্টার মাসুদ রানাকে জানান। মাসুদ রানা হাসপাতালের করোনা সংশ্লিষ্ট দায়িত্বরত প্যাথলজি বিভাগের কনসালটেন্ট ডা. আরাফাত হোসেনকে জানালে তিনি ওই কিটের প্যাকেট সংগ্রহ করেন। হাসপাতালে আর কোনও মেয়াদোত্তীর্ণ কিট আছে কি-না তা পর্যবেক্ষণ করেন।

ডা. আরাফাত হোসেন জানান, গত সপ্তাহে তিন হাজার পিস করোনার কিট সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো হয়েছিল। পরে দেখা যায়, সেগুলো মেয়াদোত্তীর্ণ। সেগুলো ফেরত পাঠানো হয়েছে। হয়তো ভুলবশত ওই কিটটি অন্যগুলোর সঙ্গে মিশে গিয়েছিল। আর কোনও মেয়াদোত্তীর্ণ কিট রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

/আরকে/এফআর/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!