X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিপিবির গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৩

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও গাইবান্ধা জেলা কমিটির সভাপতি কমরেড মিহির ঘোষসহ কারাগারে থাকা নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিপিবির রংপুর জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে দলীয় নেতাকর্মীরা নগরীর স্টেশন রোড এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে মিছিল বের করেন। মিছিলটি রংপুর মহানগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রংপুর প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সিপিবি রংপুর জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা কমিটির সদস্য কৃষকনেতা কমরেড আলতাফ হোসেন, কৃষকনেতা হৃদয় কুমার বর্মণ, মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল, যুব ইউনিয়ন রংপুর জেলা সভাপতি যুবনেতা মেজবাহ বাবু, ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সভাপতি ছাত্রনেতা আবু সালেহ সিহাব প্রমুখ।

সমাবেশে বক্তারা কমরেড মিহির ঘোষসহ দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে অবিলম্বে গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবিও জানান।

উল্লেখ্য, গাইবান্ধার গিদারী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাইবান্ধা থানায় করা মামলায় গত ১৯ জানুয়ারি মিহির ঘোষসহ কতিপয় নেতাকর্মী রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিপিবির কর্মসূচি
ক্ষমতাসীনরা অপরাজনীতি করছে: সিপিবি
মনজুরুল আহসানকে স্থায়ী অব্যাহতি দিয়েছে সিপিবি
সর্বশেষ খবর
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়