X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রেমের বিরোধ মেটাতে গিয়ে খুন, গ্রেফতার ৯

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ মার্চ ২০২২, ১৭:৪৭আপডেট : ১১ মার্চ ২০২২, ১৯:০৮

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে ধরলা আবাসন প্রকল্পে দুই পরিবারের দ্বন্দ্ব মেটাতে গিয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে, রাত ৮টার দিকে সদরের পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের ধরলা আবাসন প্রকল্পে প্রেমের সম্পর্কের জেরে দুই পরিবারের বিরোধ মীমাংসা করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হন ওই গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের ছেলে বকুল মিয়া। পরে এ ঘটনায় নিহতের বড় ভাই মুকুল মিয়া বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেফতার অভিযুক্তরা হলেন- আবাসনের বাসিন্দা মোরশেদুল হক, তার স্ত্রী আফরোজা বেগম, ছেলে জাহিদ হাসান (২০)। এ ছাড়া রওশন ইসলাম (২৫), রশিদুল ইসলাম (৪৪), রানা ইসলাম (২৬), হানিফ আহমেদ (৫৩), মদিনা বেগম রুজি বেগমসহ (৪২) আরও ছয় জন। তারা ধরলা ব্রিজের পশ্চিম প্রান্তের সওদাগর পাড়ার (সান্ডার পাড়া) বাসিন্দা। মামলায় এজাহারনামীয় অপর আসামি ও মোরশেদুল হকের ভাই মনিরুল (২৬) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধরলা আবাসন প্রকল্পে অবস্থানরত দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে তাদের পরিবারের মধ্যে বিবাদ তৈরি হয়। তা নিরসনে আবাসনের পাশের বাসিন্দা বকুল মিয়া মধ্যস্থতার চেষ্টা করেন। একপর্যায়ে মোরশেদের পক্ষের লোকজনের মধ্য থেকে এক যুবক আকস্মিক বকুলের পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি  হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পল্লবীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা
মিল্কি হত্যা: এক দশকেও শেষ হয়নি বিচার, ঝুলছে সাক্ষ্য গ্রহণে
বগুড়ায় শিশুহত্যা ও লাশ গুমের মামলায় তরুণের মৃত্যুদণ্ডাদেশ
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা