X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৩ দিন পর রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু

রংপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২২, ১০:০০আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১০:০৩

রংপুরে বাস শ্রমিকদের বেতন বৃদ্ধি ও পুলিশি হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। টানা তিন দিন বন্ধের পর শুক্রবার (৮ এপ্রিল) সকাল থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে।

এদিকে সকাল থেকে যাত্রীর অভাবে রংপুর থেকে অধিকাংশ কোচ স্ট্যান্ড ছেড়ে যায়নি। বাসের কাউন্টার ম্যানেজাররা বলেছেন, যাত্রীরা বাস ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি না জানায় টিকিট বিক্রি হয়নি। এ কারণে বেশিরভাগ বাস ছাড়েনি। তবে দুপুরের পর ও রাতে যথারীতি সকল বাস চলাচল করবে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে রংপুর জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও বাসমালিকদের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেন শ্রমিকরা। রাতে জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে  রংপুর জেলা বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান নিপ্পন, রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ধর্মঘট কে ডেকেছে জানে না কেউ, বন্ধ বাস চলাচল

বৈঠক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস ধর্মঘট ডাকা হয়। তবে কার আহ্বানে ধর্মঘট শুরু হয়, বা কারা ধর্মঘট ডেকেছে, এ ব্যাপারে মোটর শ্রমিক ইউনিয়ন কিংবা মোটর মালিক সমিতির কেউই কিছু জানাতে পারেনি। সবাই দায়িত্ব এড়িয়ে গেছে। দুই পক্ষের কেউই বাস ধর্মঘটের বিষয়টি স্বীকার করতে রাজি হয়নি। বাসের চালক, হেলপার ও কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি বাস মালিকরা আগেই মেনে নিয়েছেন বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে বাস চলাচল শুরুর ঘোষণা দেওয়া হলেও রাতে যাত্রীর অভাবে কোনও বাস রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। 

সকালে আগমনী এক্সপ্রেসের ম্যানেজার সাধন রায় জানান, সকালের বাস যায়নি কারণ টিকেট বিক্রি হয়নি। ফাঁকা বাস নিয়ে তো যাওয়া যায় না। আর যাত্রীরাও বাস চালুর বিষয়টি জানেন না। ফলে রাতে গাড়ি যাবে বলে জানান তিনি। 

এস আর ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার আশফাক জানান, যাত্রীরা ধর্মঘট প্রত্যাহারের কথা জানেন না। সে কারণে টিকিট বিক্রি হয়নি। আর পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় সকাল থেকে যেখানে চারটি বাস ছাড়ার কথা সেখানে একটি বাস ছাড়া হয়েছে। ওই বাসেও যাত্রী কম ছিল। তবে ধর্মঘটের প্রত্যাহারের খবর জানাজানি হচ্ছে। এখন সব বাসই চলবে।

/এসএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে না কেন?
পাঁচ টাকা কমলো ‘ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকা’র ভাড়া
সন্ত্রাসী হামলা, বান্দরবান-রুমা-থানচি বাস চলাচল বন্ধ
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়