X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শিক্ষকের দেওয়া ফুচকা খেয়ে ২ শিক্ষার্থী হাসপাতালে

পঞ্চগড় প্রতিনিধি
১৫ মে ২০২২, ১৫:৪৭আপডেট : ১৫ মে ২০২২, ১৫:৪৭

পঞ্চগড়ে এক মাদরাসা শিক্ষকের সরবরাহ করা ফুচকা খেয়ে দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (১৪ মে) রাতে পঞ্চগড় পৌরসভার রৌশনাবাগ এলাকার রফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষার্থীরা পঞ্চগড় আধুনিক সদর  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নুর আলমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড় সদর উপজেলার বঙ্গবন্ধু আলিম মাদরাসার শিক্ষক নুর আলম শহরের রৌশনাবাগ এলাকার রফিকুলের বাড়িতে যাতায়াত করতেন। শনিবার রাতে ওই শিক্ষক রফিকুলের বাড়িতে ফুচকা নিয়ে যান। সেখানে ফুচকা খাওয়ার কিছুক্ষণ পরে রফিকুল ইসলামের মেয়ে রহিমা (১৪) ও আব্দুর রাজ্জাকের মেয়ে রেখা (১৫) অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. রাকিবুল হাসান জানান, দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মুখ ফুলে গেছে। খাবারে বিষ জাতীয় কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। আরও কিছু বিষয় জানা দরকার। প্রয়োজনে তাদের আরও পরীক্ষাও করতে হতে পারে। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, অভিযুক্ত শিক্ষক নুর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার তদন্তও চলছে। ওই দুই শিক্ষার্থীর অভিভাবকদের থানায় আসতে বলা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
খালেদা জিয়াকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা প্রয়োজন: মেডিক্যাল বোর্ড
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়