X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ওঠানামা করছে নদ-নদীর পানি

দিনাজপুর প্রতিনিধি
১৮ জুন ২০২২, ১৪:৫৫আপডেট : ১৮ জুন ২০২২, ১৪:৫৫

দিনাজপুরের বিভিন্ন নদ-নদীর পানি ওঠানামা করছে। ইতোমধ্যে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে জেলার প্রধান তিনটি নদীর পানি। থেমে থেমে বৃষ্টি হওয়ায় নদ-নদীগুলোতে পানি বেড়েছে। ভারী বর্ষণ হলে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী ৭২ ঘণ্টায় জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের পানি সার্ভেয়ার মাহাবুব আলম জানান, জেলায় প্রবাহিত প্রধান তিনটি নদীর (পুনর্ভবা, আত্রাই ও ছোট যমুনা) পানি বাড়ছে। পুনর্ভবা নদীর পানির বিপৎসীমা ৩৩ দশমিক ৫০০ মিটার, বর্তমানে রয়েছে ৩০ দশমিক ৫১০ মিটার। আত্রাই নদীর বিপৎসীমা ৩৯ দশমিক ৬৫০, বর্তমানে রয়েছে ৩৮ দশমিক ৩৫০ এবং ছোট যমুনার পানির বিপৎসীমা ২৯ দশমিক ৯৫০ মিটার, বর্তমানে রয়েছে ২৮ দশমিক ১ মিটার।

উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদ-নদীর পানি বাড়ছে

তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা ঢলের কারণে জেলার নদ-নদীর পানি বাড়ছে। শুক্রবারে আত্রাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে হয়েছিল প্রায় ৪৪ মিটার। ভারী বৃষ্টিপাত হলে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে। ফলে জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত জেলায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের শিলিগুড়ি, আসামসহ বেশ কয়েকটি রাজ্যের ওপর বৃষ্টির বলয় রয়েছে। এর ফলে আগামী ৭২ ঘণ্টায় জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে বাসদের তিন দিনের রোডমার্চ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
নদী রক্ষায় সামাজিক সম্পৃক্ততা বাড়াতে হবে: সংলাপে বক্তারা
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা