X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গরমে অতিষ্ঠ দিনাজপুরবাসী, ঈদেও দিনও থাকবে অস্বস্তি

দিনাজপুর প্রতিনিধি
০৯ জুলাই ২০২২, ২৩:৪৫আপডেট : ১২ জুলাই ২০২২, ২০:২২

মাথার ওপরে প্রখর রোদ আর তীব্র গরমে অতিষ্ঠ দিনাজপুরবাসী। গত কয়েকদিন ধরে কোরবানির পশুর হাটে যার চিত্র ব্যাপকভাবে পরিলক্ষিত হয়েছে। জেলায় বিরাজ করছে মৃদু তাপপ্রবাহ। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, ঈদের দিনও এই তাপপ্রবাহ বিদ্যমান থাকবে, যদিও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলায় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই তাপমাত্রা আরও বৃদ্ধি পায়। বিকাল ৩ টায় জেলার তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত বৃহস্পতিবার, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বুধবার তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি ও শুক্রবার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বর্তমানে উত্তরাঞ্চলে একটি মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। ঈদের দিনেও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে একইসঙ্গে ঈদের দিনে রংপুর বিভাগের কোথাও

কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেটা বিক্ষিপ্তভাবে। দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আগামী ২৪ জুলাই থেকে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। এই বৃষ্টি শুরু হবে পঞ্চগড় থেকে।

দিনাজপুরের সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের বোলতৈড় এলাকার শরিফুল ইসলাম বলেন, কয়েকদিন থেকে যে রোদ থাকাই যায় না। গোপালপুর এলাকার ধীরেন্দ্র নাথ রায় বলেন, আমি মাঠে কাজ করি। কিন্তু যে রোদ মাথা ঘুরে। কাজ না করলে খাবো কি? কষ্ট হলেও কাজ করতে হয়।

৩নং ফাজিলপুর ইউনিয়নের রাণীগঞ্জ এলাকার আবুল হোসেন বলেন, ঈদে কয়েকদিন আগে গরু বিক্রি করতে গেছি। ১১টা বাজতে বাজতে গরু খালি হাফায়। ঈদে যদি বৃষ্টি হয় তবে তো আরও বিপদ।

 

/এমআর/
সম্পর্কিত
৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
কয়েক জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে
মাঘের শেষে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়