X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুই বাসের সংঘর্ষে নিহত ৯: জোয়ানা পরিবহনের চালক গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:১৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:২১

রংপুরের তারাগঞ্জ উপজেলার খারুভাজ সেতুর কাছে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় জোয়ানা পরিবহনের চালক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ইকরচালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাইওয়ে থানা পুলিশ। দেলোয়ার কিশোরগঞ্জ জেলা সদরের রঘুনন্দন গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি ফেরত নেওয়ার জন্য মালিকপক্ষের লোকজন যোগাযোগ করছিল। আমরা বাসের চালক দেলোয়ারকে কৌশলে হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলি। শুক্রবার বিকালে দেলোয়ার কিশোরগঞ্জ থেকে তারাগঞ্জ উপজেলার ইকরচালি বাজারে আসে। বিষয়টি গোপনে জানতে পেরে হাইওয়ে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে ফাঁড়িতে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দিন গাঁজা খেয়ে বাস চালানোর কথা স্বীকার করেছে দেলোয়ার। পরে রাতেই তাকে তারাগঞ্জ থানায় সোপর্দ করা হয়। যেহেতু তার নামে মামলা হয়েছে, সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।’

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর তারাগঞ্জ উপজেলার মধ্যরাতে খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। সেদিন রাত সাড়ে ১২টার দিকে রংপুর থেকে জোয়ানা পরিবহনের বাস সৈয়দপুরে যাচ্ছিলো। অপরদিকে ইসলাম পরিবহনের একটি বাস সৈয়দপুর থেকে রংপুরের দিকে আসছিলো। রংপুর-দিনাজপুর সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে আসলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। আহত হন কমপক্ষে ৩৫ জন। পরে আরও চার জনের মৃত্য হয়।

আরও পড়ুন: সাত দিনে ‌খারুভাজ সেতু এলাকায় প্রাণ গেলো ১২ জনের

দুর্ঘটনাকবলিত জোয়ান পরিবহনের বাসে থাকা যাত্রীদের অভিযোগ ছিল, হেলপারের সঙ্গে গাঁজা সেবন করে বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। এ কারণে দুর্ঘটনা ঘটে। এরপর থেকে চালক দেলোয়ার পলাতক ছিল। ওই ঘটনায় হাইওয়ে থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা করেন। এরপর থেকে চাল দেলোয়ার ও তার হেলপারকে খুঁজছিলো পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা