X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামছেই, শীতে জবুথবু মানুষ

পঞ্চগড় প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৩, ১২:৫৭আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১২:৫৭

উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামছেই। সোমবার (০২ জানুয়ারি) সকালে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রা রেকর্ড করা হয়েছে। এ নিয়ে গত চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এই জেলায়। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলাবাসী।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, উত্তরের হিমেল বাতাসে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আজকে সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়ার। শনি ও শুক্রবার রেকর্ড করা হয় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

পঞ্চগড়ে সন্ধ্যার পর থেকে সকাল ৯টা পর্যন্ত হিমেল বাতাস বইছে। এতে কনকনে ঠান্ডায় দুর্ভোগে পড়েছে ছিন্নমূল, অসহায় ও খেটে খাওয়া মানুষ। ভোর থেকে সূর্য ওঠা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ঘন কুয়াশা বেশি দেখা যাচ্ছে। অনেককে হাত-পা-মুখ মোটা কাপড়ে ঢেকে যাতায়াত করতে দেখা যাচ্ছে। শহর-বন্দর-গ্রাম সর্বত্র খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। যানবাহনগুলো দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে।

খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ফিরোজ আলম। তিনি বলেন, ‘এই শীতে সকালে বাড়ি থেকে বের হওয়ায় ‍মুশকিল। এদিকে সময়মতো অফিসে না আসলেও হয় না। ফলে বাধ্য হয়ে শীত উপেক্ষা করে বাসা থেকে বের হতে হয়।’

আসাদুল হক নামে এক ট্রাকচালক বলেন, ‘ঘন কুয়াশায় গাড়ি চালাতে অনেক কষ্ট। দশ হাত দূরের কিছুই দেখা যায় না। সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। ফলে গন্তব্যে যেতে সময়ও বেশি লাগছে।’

সাথী আক্তার নামে এক নারী জানান, সকালে পানি নাড়তে কষ্ট হয়। পানি মনে হয় বরফ হয়ে থাকে। ঠান্ডা পানি লাগলে গা শিউরে ওঠে।

ভোর থেকে সূর্য ওঠা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ

জেলার হাড়িভাসা ইউনিয়নের ব্রহ্মতল মোমিনপাড়া এলাকার বাসিন্দা জহির আলী বলেন, ‘আমরা সীমান্তের মানুষ সবচেয়ে বেশি বিপদে আছি। শহরেও যাওয়া হয় না। আমাদের এদিকে কেউ কম্বলও দিতে আসে না। আমরা বরাবরেই বঞ্চিত থাকি।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন জানান, এই আবহাওয়ায় সবে ফসলের উপকার হচ্ছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে। তারপর সানলাইট থাকায় কোনও ফসলেই ক্ষতি হচ্ছে না। সানলাইট পাওয়ায় ফসলের উৎপাদনও বাড়বে।’

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, পঞ্চগড়ে এ পর্যন্ত ৪০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে কম্বল ও সোয়েটার রয়েছে। বেসরকারি উদ্যোগে যে সব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে সেগুলোও সমন্বয় করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
তাপমাত্রায় অস্তিত্ব জানান দিলো বৈশাখ
ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া?
সর্বশেষ খবর
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে যা বললেন ড. ইউনূস
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে যা বললেন ড. ইউনূস
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের