X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

খাদ্যমন্ত্রীর সংবাদ বয়কট করলেন দিনাজপুরের সাংবাদিকরা

দিনাজপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৩

অসহযোগিতা ও অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন কারণে খাদ্যমন্ত্রীর অভিযান ও সেই সম্পর্কিত সংবাদ বয়কট করেছেন দিনাজপুরের সাংবাদিকরা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খাদ্যমন্ত্রীর অবৈধ মজুতবিরোধী অভিযান বয়কট করেন সাংবাদিকরা। পরে তারা দিনাজপুর প্রেস ক্লাবে নোটিশ দেন।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় অবৈধ মজুতবিরোধী অভিযান পরিচালনার কর্মসূচি ছিল খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের। নির্ধারিত সময়ের আগেই দিনাজপুর সার্কিট হাউসে পৌঁছে যায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। কিন্তু নির্দিষ্ট সময় পার হতে থাকলে অভিযানের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সুনির্দিষ্ট কোনও তথ্য দেননি সংশ্লিষ্টরা। অভিযানে যাবেন কিনা সেটিও জানানো হয়নি। দীর্ঘসময় কালক্ষেপণ করে নির্ধারিত না থাকলেও সাড়ে ১০টার দিকে সিএসডি গোডাউন পরিদর্শনে যান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এরপর সকাল ১১টার দিকে শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আমবাড়ী এলাকার একটি মিলে অভিযানে যান তিনিসহ সংশ্লিষ্টরা। এ সময় কর্মরত সাংবাদিকদের কোনও তথ্য দেওয়া হয়নি, কোন দিকে যাচ্ছে সেটিও জানানো হয়নি, তাদের সঙ্গে যেতেও বলা হয়নি। সেখানেও সাংবাদিকদের অসহযোগিতা করা হয়।

ফলে সিএসডি গোডাউন থেকেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন সাংবাদিকরা। সেখান থেকে দিনাজপুর প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকরা খাদ্যমন্ত্রীর সব অভিযান ও সেই সম্পর্কিত সংবাদ বয়কটের সিদ্ধান্ত নেন।  

এর আগে বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে চালের বাজার নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা থেকেও সাংবাদিকদের বের করে দেওয়া হয়। ওই সভাটি বিকাল ৪টা ১৫ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও মন্ত্রী আসেন সন্ধ্যা ৬টার দিকে। এসেই ১০ মিনিটের জন্য ছবি সংগ্রহ করে মতবিনিময় সভা থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং প্রশ্নের জবাব দেবেন বলেন জানান। রাত ৯টার দিকে সভা শেষ হলে সাংবাকিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি। মাত্র ৩টি প্রশ্নের উত্তর দিয়ে সভাস্থল ত্যাগ করেন। অনেক সাংবাদিক প্রশ্ন করলেও মন্ত্রী উত্তর না দিয়েই চলে যান। এতে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা।

এ বিষয়ে দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল জানান, খাদ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসহযোগিতার প্রতিবাদে দিনাজপুরের সাংবাদিকরা সংবাদ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। খাদ্যমন্ত্রীর কোনও নিউজ ইলেকট্রনিক, প্রিন্ট এবং স্থানীয় পত্রিকায় যাবে না।

দিনাজপুর টেলিভিশন ক্যামেরাম্যান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন, বৃহস্পতিবার মতবিনিময় সভায় ১০ মিনিটের জন্য ভিডিও ধারণ করার সময় দেওয়া হয়। কিন্তু এত দ্রুত সব ছবি সংগ্রহ করতে পারেনি অনেক সংবাদকর্মী। এরইমধ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবাইকে বের করে দেওয়া হয়। এটি এক প্রকার অসহযোগিতা। শুক্রবার সকালেও আমাদের অসহযোগিতা এবং অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
বিদ্যুতের দাম বাড়লেও কৃষকের ওপর প্রভাব পড়বে না: খাদ্যমন্ত্রী
রোজায় ৫০ লাখ পরিবারকে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী