৩৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া খনির পাথর উৎপাদন কার্যক্রম। বুধবার (১৯ মার্চ) সকাল ৮টা থেকে প্রথম শিফটে কাজের মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনে ফেরে খনিটি। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ ফেব্রুয়ারি খনিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। মধ্যপাড়া পাথর খনির মহাব্যবস্থাপক (প্রশাসন) শাহ মুহাম্মদ রেজওয়ানুল হক বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শাহ মুহাম্মদ রেজওয়ানুল হক জানিয়েছেন, খনির ভূ-গর্ভে উৎপাদিত পাথর ইয়ার্ডে আনার সময় ১১ ফেব্রুয়ারি হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত খনির স্কিপ উইন্ডারের বেয়ারিং ভেঙে গেলে পরদিন প্রথম শিফট থেকে পাথর উৎপাদন পুরোপুরি বন্ধ ঘোষণা করে খনি কর্তৃপক্ষ। বন্ধের ৩৭ দিন পর বুধবার সকাল ৭টা ৪৫ মিনিটে ভূ-গর্ভ থেকে পাথর উত্তোলন করে তা খনি ইয়ার্ডে সরবরাহের মাধ্যমে আবারও বাণিজ্যিক উৎপাদন শুরু করে মধ্যপাড়া পাথর খনি।
খোঁজ নিয়ে জানা যায়, দেশের একমাত্র পাথর খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে ২০০৭ সালের ২৫ মে। প্রথম অবস্থায় খনি থেকে দৈনিক এক হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টন পাথর উত্তোলন হলেও পরে তা নেমে আসে মাত্র ৫০০ টনে। উৎপাদনে যাওয়ার পর থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত লোকসানের পরিমাণ দাঁড়ায় শত কোটি টাকার ওপরে। এ অবস্থায় উৎপাদন বাড়াতে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ৯২ লাখ মেট্রিক টন পাথর উত্তোলনের বিপরীতে ১৭১.৮৬ মিলিয়ন ডলারের চুক্তি করে খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম-জিটিসিকে। এরপর থেকে খনিটি লাভের মুখ দেখতে শুরু করে। লাভের মুখ দেখায় পাথর উত্তোলনের জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম-জিটিসির সঙ্গে ছয় বছরের চুক্তি করে মধ্যপাড়া খনি কর্তৃপক্ষ।