X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভর্তি ফরমের দাম বাড়ায় উত্তাল শাবি

শাবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ২০:৪০আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ২০:৪০

ভর্তি ফরমের দাম বাড়ায় উত্তাল শাবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনপত্রের দাম বাড়ায় আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকে  বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের সামজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক ও বর্তমান নেতাকর্মী, প্রগতিশীল ছাত্রজোট একাত্মতা প্রকাশসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকাল ১১টায় শিক্ষার্থীরা শাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে এসে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। একই দাবিতে দুপুর ১টার দিকে ক্যাম্পাসে মিছিল করেছে জাতীয় ছাত্রদল।

এদিকে, আন্দোলনের কারণে ক্যাম্পাস অশান্ত করা হলে সেটা কঠোর হাতে দমন করা হবে বলে সাংবাদিকদের জানান শাবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়া।

গতবারের তুলনায় এবার ভর্তির আবেদনের মূল্য ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার একার সিদ্ধান্ত না। একাডেমিক কাউন্সিলের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অপরদিকে, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। প্রশাসন থেকে জরুরি একাডেমিক কাউন্সিলের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আন্দোলনের মুখপাত্র সারওয়ার তুষার।

তুষার আরও জানান, ‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ’ তাদের পরবর্তী কর্মসূচি হিসেবে সোমবার সকাল ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করবে।

ভর্তি ফরমের দাম বাড়ায় উত্তাল শাবি তিনি বলেন, ‘ভিসি আমাদের আশ্বাস দিয়েছেন। একাডেমিক কাউন্সিলের মাধ্যমে পুনরায় আগের মূল্যে ফিরে না গেলে আমরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

সারওয়ার তুষারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু দাশ, জোটের সাবেক আহ্বায়ক গিয়াস বাবু, মাভৈ আবৃত্তি সংসদের সভাপতি কাসিব মুন্না, স্পোর্টস সাস্টের সাবেক সভাপতি শরীফ সোহাগ, স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক জাহিদ হাসান পলাশ, সাস্ট স্কুল অব ডিবেটের রাকিবুল হাসান সাজন, থিয়েটার সাস্টের সভাপতি মিজানুর রহমান, সাস্ট সাহিত্য সংসদের সভাপতি রাসেল, দিক থিয়েটারের সভাপতি তনু দীপ, শিকড়ের সভাপতি নিপুন কুমার নাথ প্রমুখ।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে