X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শাবি ভর্তি পরীক্ষার জালিয়াত চক্রের সদস্য আল আমিন ছাত্রলীগকর্মী

সিলেট প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৬, ১৯:৫৪আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৯:৫৬

শাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল গ্রুপের সঙ্গে আল-আমিন (গোল চিহ্নিত) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুড ইঞ্জিনিয়ারিং ও টি টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আল আমিন ছাত্রলীগের কর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শাবি ছাত্রলীগ নেতা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, এ ঘটনায় রবিবার রাতে আল আমিন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ইশরাত ইমতিয়াজ হৃদয়সহ ১০জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এই দুজন ছাড়া ছয় পরীক্ষার্থী ও বগুড়ার গুগল কোচিং সেন্টারের সহকারী পরিচালক জালিয়াত চক্রের হোতা আবির ওরফে তুহিন ওরফে জিহান ও সৈকতকে মামলার আসামি করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের একটি বিশেষ টিম কাজ করে যাচ্ছে বলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানিয়েছেন।

আল আমিন সূত্র জানায়, ক্যালকুলেটরে ডিজিটাল ইলেক্ট্রনিক্স ডিভাইস স্থাপন করে জালিয়াতির চেষ্টায় শাবি ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায় সমর্থিত সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের অনুসারী জালিয়াত চক্রের অন্যতম সদস্য আল আমিনের সংশ্লিষ্টতা থাকায় রাজনৈতিক চাপের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রহস্যজনক কারণে মামলা দায়ের করেননি। আল আমিন শাহপরান হলের ২১০ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। যার কারণে রবিবার (২৭ নভেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক দেবাংশ পাল বাদী হয়ে পাবলিক নিয়ন্ত্রণ আইনে (মামলা নং ১৫) দায়ের করেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ১৬টি ডিজিটাল ইলেক্ট্রনিক্স ডিভাইস স্থাপন করা ক্যালকুলেটর উদ্ধার করে পুলিশ।

জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন আরও জানান, ভর্তি পরীক্ষা শাবির নিরাপত্তার দায়িত্ব ছিল আমাদের। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জালিয়াত চক্রকে ডিজিটাল ডিভাইসসহ গ্রেফতার করলে শাবি কর্তৃপক্ষ কোনও অভিযোগ দেয়নি। এমনকি তাদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করা হলেও তারা সহযোগিতা করেননি।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অধ্যাপক আখতারুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন অধ্যাপক কবির হোসেন, ড. রাশেদ তালুকদার, ড. বেলায়েত হোসেন, শাহপরান হল প্রভোস্ট শাহেদুল হোসেন। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, ‘আল আমিনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। এ ঘটনায় সে জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি