X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মৌলভীবাজারে র‌্যাব পরিচয়ে তিনজনকে অপহরণ

মৌলভীবাজার প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৬, ১৪:০৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৪:০৮

অপহরণ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য পরিচয়ে তিন ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। শনিবার কুলাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। তিনদিন অতিবাহিত হলেও এখনও আইনশৃঙ্খলা বাহিনী অপহৃতর খোঁজ পায়নি। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ওই তিন ব্যক্তিকে অপহরণ করে থাকতে পারে বলেও জানান ওসি।
অপহৃত ব্যক্তিরা হলেন- কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর গ্রামের বাসিন্দা আলখাছ মিয়া (৩৫), আলখাছের ছোটভাই ফয়ছল আহমদ (১৭) ও তাদের আত্মীয় ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা আনছার আলী (৩০)।
আলখাছের বড় ভাই আফতাব মিয়া বলেন, ‘বৃহস্পতিবার সকালে কালো রঙের একটি মাইক্রোবাসে সাদা প্যান্ট ও টি-শার্ট পরা ১০-১২ জন অস্ত্রধারী বাড়িতে আসেন। তারা নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে আনছারকে গ্রেফতারের জন্য এসেছেন বলে জানায়। ওই সশস্ত্র লোকেরা জানায়, আনছার একটি মামলার আসামি। এসময় আলখাছ ও ফয়ছলকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়ার কথা বলে তিনজনকেই গাড়িতে তুলে নিয়ে যায় তারা।’

আফতাব আরও বলেন, ‘আনছার কিছুদিন আগে তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ময়মনসিংহের বাসিন্দা আনছারের বিরুদ্ধে কোনও মামলা আছে কি না, তা জানা নেই, তিনি ব্যবসা করেন। আর আলখাছের মুদি দোকান রয়েছে। ফয়ছল পেশায় একজন কাঠমিস্ত্রি।’ তাদের সঙ্গে কারও বিরোধ নেই বলেও দাবি করেন আফতাব। কুলাউড়া থানা ও শ্রীমঙ্গলে র‌্যাব- ৯ ক্যাম্পে খোঁজ নিয়ে তিনজনের কারও সন্ধান মেলেনি। আলখাছ ও ফয়ছলের মুঠোফোনে অনেকবার ফোন করা হলেও কেউ ধরেনি জানান তিনি।

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালিক বলেন, ‘আমি ঘটনাটি শুনে অপহৃত ব্যক্তিদের অভিভাবকদের থানায় জিডি করার পরামর্শ দিয়েছি।’

র‌্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী বলেন, ‘আমানীপুর গ্রামে আমরা কোনও অভিযান চালাইনি। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তিন ব্যক্তিকে অপহরণ করে থাকতে পারে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ