X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বিচারকাজে হস্তক্ষেপ না করলে মামলা জট থাকবে না: প্রধান বিচারপতি

মৌলভীবাজার প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:০৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫৬

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা যদি বিচার বিভাগের দায়িত্ব কর্তব্যে হস্তক্ষেপ না করতেন। তাহলে দেশে মামলা জট থাকতো না।’
তিনি বলেন, ‘বিচার করতে গেলে আমরা কোনও আইন  ঠিকমতো পাচ্ছি না। প্রত্যেকটি আইনই ত্রুটিপূর্ণ। ফলে মামলা জট থেকে যাচ্ছে। আর দায়িত্ববোধটা বিচার বিভাগের ওপর পড়ছে।’
বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক নৈশভোজের আগে আলোচনা সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।
সুরেন্দ্র কুমার সিনহা আরও বলেন, ‘আমার সময়ে উল্লেখযোগ্য সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। তাই আশাকরি আমার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বিচারের যে সাময়িক সমস্যা রয়েছে, সে সমস্যাগুলো থাকবে না।’

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ সফিকুল ইসলাম, সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, হাইকোর্টের রেজিস্ট্রার সৈয়দ দিলজার হোসেন, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একিউ এম নাছির উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতি সভাপতি মোহাম্মদ লালা, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব প্রমুখ।

বক্তারা প্রধান বিচারপতির আন্তরিক প্রচেষ্ঠায় স্বল্প সময়ে মৌলভীবাজারের নব নির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি নির্মিত হয়েছে উল্লেখ করে বলেন, এই ভবন হওয়ায় বর্তমানে বিচারকরা সকাল ও বিকালে পূর্ণ দিবস এজলাস করায় মামলা নিষ্পত্তি করতে সুবিধা হয়েছে। এর ফলে গত বছরের চেয়ে এ বছর এক হাজার মামলা বেশি নিষ্পত্তি করা হয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড