X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ফেসবুকে স্ট্যাটাসের ঘটনায় শাবি শিক্ষকের পদাবনতি

শাবি প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ১৪:১৭আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৪:১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ফেসবুকে আগস্ট মাস নিয়ে ‘কটূক্তি’ করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল হায়দার সুমনকে প্রভাষক পদে পদাবনতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) শাবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন সংবাদ মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন।

রেজিস্ট্রার আরও বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে ছয় মাসের জন্য বাধ্যতামূলক ছুটি এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আগামী ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে।’

শাবি সিন্ডিকেটের সদস্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার (২৬ জুলাই) বিকালে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছয় মাসের ছুটি ও পদাবনতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মঞ্জুরুল হায়দার সুমন বলেন, ‘আগস্ট মাসে আমার ব্যক্তিগত কয়েকটি ইভেন্ট থাকায় আমি ফেসবুকে স্ট্যাটাস দেই। আর সেই স্ট্যাটাস নিয়ে বিতর্কের সৃষ্টি হলে আমি তা ডিলিট করে দেই। আমি আগস্ট মাসকে নিয়ে কোনও কটূক্তি করিনি।’ এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে আপিল করবেন বলে জানান তিনি।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল হায়দার সুমন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন- ‘দিন গুনছি... আসছে আমার আনন্দের আগস্ট।’ এ নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা হয়। ১৭ জুলাই সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ঢুকে এ শিক্ষকের রুমের জানালা ও নেমপ্লেট ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরে স্ট্যাটাসটি ডিলিট করে দেন ওই শিক্ষক।

স্ট্যাটাসের বিষয়ে শিক্ষক মঞ্জুরুল হায়দার সুমন বাংলা ট্রিবিউনকে তখন বলেন, ‘আগস্ট মাসে আমার ও আমার স্ত্রীর জন্মদিন এবং পিএইচডি থিসিস সমাপ্ত ও বার্ড জার্নালে একটা আর্টিকেল প্রকাশের কথা রয়েছে। সেই আনন্দে আমি আমার ফেসবুক ওয়ালে ব্যক্তিগত অনুভূতি থেকে একটা স্ট্যাটাস দেই।’

 

/এফএস/

আরও পড়ুন- আগস্ট নিয়ে ফেসবুকে স্ট্যাটাস: শাবি শিক্ষককে শোকজ

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে