X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আগস্ট নিয়ে ফেসবুকে স্ট্যাটাস: শাবি শিক্ষককে শোকজ

শাবি প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ২০:৫৩আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৫:১০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মঞ্জুরুল হায়দার সুমনের দেওয়া একটি স্ট্যাটাসের নিন্দা জানিয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ। পরে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের ফোরাম’র পক্ষ থেকে শাবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি পাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে শাবি রেজিস্ট্রার বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করেছি। অভিযুক্ত শিক্ষককে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে শোকজ নোটিশ এখনও পাননি বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন শিক্ষক মঞ্জুরুল হায়দার সুমন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল হায়দার সুমন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন- ‘দিন গুনছি... আসছে আমার আনন্দের আগস্ট।’

স্মারকলিপিতে আওয়ামীপন্থী শিক্ষকের এক অংশ দাবি করেন, শিক্ষক মঞ্জুরুল হায়দার সুমন ইচ্ছাকৃতভাবে জাতির জনক ও আগস্ট মাসকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেটা বাংলাদেশের আইন ও সংবিধান পরিপন্থী। শোকের মাস আগস্ট সম্পর্কে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তারা।

স্মারকলিপিতে আরও উল্লেখ করেন, অভিযুক্ত শিক্ষক ২০১৩ সালে তার ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এদিকে, স্ট্যাটাসের বিষয়ে শিক্ষক মঞ্জুরুল হায়দার সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগস্ট মাসে আমার ও আমার স্ত্রীর জন্মদিন এবং পিএইচডি থিসিস সমাপ্ত ও বার্ড জার্নালে একটা আর্টিকেল প্রকাশের কথা রয়েছে। সেই আনন্দে আমি আমার ফেসবুক ওয়ালে ব্যক্তিগত অনুভূতি থেকে একটা স্ট্যাটাস দেই।’

ক্যাম্পাস সূত্রে জানা যায়, লেখাটি দেখার একদিন পর রবিবার (১৬ জুলাই) রাতেই ফেসবুকে ওই শিক্ষকের বিরুদ্ধে শাবির স্থগিত কমিটির নেতাকর্মীরা ফেসবুকে সমালোচনা করে। পরবর্তীতে সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ঢুকে এ শিক্ষকের রুমের জানালা ও নেমপ্লেট ভাঙচুর করে।

তবে লেখাটি বির্তক সৃষ্টি করছে বলে অভিযুক্ত শিক্ষকের এক সহকর্মী জানালে পরবর্তীতে স্ট্যাটাসটি ডিলিট করে দেন ওই শিক্ষক।

এদিকে, শাবির বঙ্গবন্ধু পরিষদ থেকে শিক্ষক সুমনের শাস্তি দাবি করে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়াকে পত্র এবং শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা আহ্বান করার অনুরোধ জানানো হয়েছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে