X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

শাবি ছাত্রলীগের স্থগিত কমিটির চার কর্মী বহিষ্কার

শাবি প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ১৭:২৯আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৭:২৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের লোকজনের মধ্যে সংঘর্ষে আবাসিক হলের কক্ষ ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের চার কর্মীকে বহিষ্কার করেছে হল প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে শাহপরাণ হলের প্রভোস্ট মো. শাহেদুল হোসেন চারজনকে সাময়িক বহিষ্কারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, সংঘর্ষ ও হামলার ঘটনায় প্রথমে পাঁচজনকে শোকজ করা হয়। পরে হলের সিসি টিভি ফুটেজ দেখে চারজনের সংশ্লিষ্টতা পাওয়ায় সাময়িকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা হলে অবস্থান করতে পারবে না।

হল সূত্রে জানা যায়, বহিষ্কৃতরা সবাই কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারী। তারা হলেন বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের বাসির মিয়া এবং সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহের উদ্দিন হিমেল, মুনকির আহমেদ ও তন্ময় কাজী।

উল্লেখ্য, গত ২২ জুলাই স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে সবুজের অনুসারীরা ইমরান নিয়ন্ত্রিত শাহপরাণ হলের তিনটি কক্ষ ভাঙচুর, দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় ইমরান খানের চারজন অনুসারী আহত হয়।

/বিএল/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস